• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

৬২ বছরে এতো ডায়রিয়া রোগীর চাপ দেখেনি আইসিডিডিআরবি

প্রকাশিত: ১৬:৪৪, ২৪ মার্চ ২০২২

আপডেট: ১৭:১৯, ২৪ মার্চ ২০২২

ফন্ট সাইজ
৬২ বছরে এতো ডায়রিয়া রোগীর চাপ দেখেনি আইসিডিডিআরবি

রাজধানীতে ভয়াবহভাবে বাড়ছে ডায়রিয়ার প্রকোপ। প্রতি ঘণ্টায় মহাখালির আইসিডিডিআরবিতে গড়ে ভর্তি হচ্ছেন ৫৬ জনের বেশি রোগী। মঙ্গলবার (২২ মার্চ) থেকে আজ বৃহস্পতিবার (২৪ মার্চ) পর্যন্ত প্রায় ৩ হাজার ১৭৫ জন রোগী ভর্তি হয়েছে। হাসপাতালের কোনো শয্যা ফাঁকা না থাকায় বাইরে একটি তাবু টানিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাতেও চাপ সামলাতে না পেরে আরও একটি তাবু তৈরি করা হচ্ছে। 

চিকিৎসকরা বলছেন, গরম ও দূষিত পানির প্রভাবেই বাড়ছে রোগীর সংখ্যা। তবে প্রতি বছর এই সময়ে রোগীর চাপ কিছুটা বাড়লেও এই বছরের চিত্র অন্য বছরের তুলনায় আশংকাজনক। 

আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি) মহাখালি হাসপাতালে কর্তৃপক্ষ বলছে, প্রতিষ্ঠানের ৬২ বছরের ইতিহাসে এতো রোগীর চাপ তারা দেখেনি। ফলে রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন আইসিডিডিআরবি স্বাস্থ্যকর্মীরা।

আইসিডিডিআরবি হাসপাতালের প্রধান বাহারুল আলম গণমাধ্যমকে বলেন,  রোগীদের সিংহভাগ বয়ষ্ক। তবে রোগীদের ৩০ শতাংশ তীব্র ডায়রিয়া বা কলেরায় আক্রান্ত। এসময় কেন ডায়রিয়া রোগী বাড়ছে তার সঠিক উত্তর জানতে হলে গবেষণা দরকার। তবে সাধারণভাবে বলা যায় গরমে মানুষ রাস্তার পাশের খাবার খাচ্ছে অনিরাপদ পানি পান করছে। এইগুলোই হয়তো এর কারণ।

ডায়রিয়া থেকে মুক্তি পেতে ঘনঘন হাত ধোয়ার পাশাপাশি রাস্তার পাশে খোলা খাবার গ্রহণে সচেতন থাকার পরামর্শ চিকিৎসকদের।

বিভি/এসএম/এএন

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2