• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

দেশব্যাপী ডায়রিয়া রোগী বাড়ছে: স্বাস্থ্য অধিদপ্তর

প্রকাশিত: ১৭:৫৩, ২৭ মার্চ ২০২২

ফন্ট সাইজ
দেশব্যাপী ডায়রিয়া রোগী বাড়ছে: স্বাস্থ্য অধিদপ্তর

গ্রীষ্ম মৌসুম আসার আগেই দেশের বিভিন্ন এলাকায় ডায়রিয়া রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে ঢাকা মহানগরীতে রোগীর সংখ্যা বেড়ে গেছে।

রবিবার (২৭ মার্চ) দুপুরে কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক ভার্চ্যুয়াল স্বাস্থ্য বুলেটিনে অধিদপ্তরের পরিচালক (রোগনিয়ন্ত্রণ) অধ্যাপক মো. নাজমুল ইসলাম একথা বলেন।

স্বাস্থ্য অধিদপ্তরের ভার্চ্যুয়াল স্বাস্থ্য বুলেটিনে এই কথা জানিয়েছেন অধিদপ্তরের পরিচালক (রোগনিয়ন্ত্রণ) অধ্যাপক মো. নাজমুল ইসলাম।

অধ্যাপক নাজমুল বলেন, ‘অল্প ডায়রিয়া থাকতেই চিকিৎসকের পরামর্শে চিকিৎসাসেবা নেওয়া উচিত। ডায়রিয়াজনিত রোগ একেবারেই চলে যায়নি। আমরা একে মোকাবিলা করতে চাই।’

করোনা সংক্রমণ প্রসঙ্গে নাজমুল ইসলাম বলেন, চার সপ্তাহ ধরে সংক্রমণের হার নিম্নগামী। তবে সংক্রমণের হার শূন্যের কোটায় নেমে না আসা পর্যন্ত এবং শতভাগ টিকা শেষ না হওয়া পর্যন্ত আত্মতুষ্টির কোনো সুযোগ নেই।

দেশে করোনার টিকাদান পরিস্থিতি নিয়ে নাজমুল ইসলাম বলেন, এখন পর্যন্ত ১২ কোটি ৬৮ লাখ মানুষ প্রথম ডোজের টিকা নিয়েছেন। দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ৯ কোটি ৫৪ লাখ ২৪ হাজার ৪১ জন। ১২ থেকে ১৭ বছর বয়সীদের টিকাদান অব্যাহত আছে।

বিভি/এএন

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2