• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

২৪ ঘণ্টায় করোনায় মৃত্যুশূন্য বাংলাদেশ, শনাক্ত ৭৩

প্রকাশিত: ১৭:৩২, ৩১ মার্চ ২০২২

আপডেট: ১৭:৩৩, ৩১ মার্চ ২০২২

ফন্ট সাইজ
২৪ ঘণ্টায় করোনায় মৃত্যুশূন্য বাংলাদেশ, শনাক্ত ৭৩

ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় দেশে ৭৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫১ হাজার ৫৭৭ জনে। শনাক্তের হার শূন্য দশমিক ৭৮ শতাংশ। এই সময়ে নতুন করে করোনায় কারো মৃত্যু হয়নি। ফলে মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ১২২ অপরিবর্তিত থাকলো।  

বৃহস্পতিবার (৩১ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৮৮৪ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৮১ হাজার ৩০৪ জন। গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ৩৯০টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৯ হাজার ৩৭০টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৭৮ শতাংশ। মহামারির শুরু থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ১২ শতাংশ।

এর আগে গতকাল (বুধবার) করোনায় দু’জনের মৃত্যু হয়েছিলো।

বিভি/এএন

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2