• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

মাসের প্রথমদিনেই করোনায় মৃত্যু শূন্য বাংলাদেশ, শনাক্ত ৮১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৪৯, ১ এপ্রিল ২০২২

ফন্ট সাইজ
মাসের প্রথমদিনেই করোনায় মৃত্যু শূন্য বাংলাদেশ, শনাক্ত ৮১

ফাইল ছবি

দেশে করোনাভাইরাসের আরো একটি মৃত্যুশূন্য দিন দেখলো বাংলাদেশ। গত ২৪ ঘণ্টায় (৩১ মার্চ সকাল ৮টা থেকে ১ এপ্রিল সকাল ৮টা) ভাইরাসটিতে আক্রান্ত কারো মৃত্যু হয়নি। একই সময়ে ৮১ জনের করোনা শনাক্ত হয়েছে। আর সুস্থ হয়েছেন ৮৯৩ জন।

শুক্রবার (১ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়, গত এক দিনে ৭ হাজার ৪১৩টি নমুনা পরীক্ষায় ৮১ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১.০৯ শতাংশ। নতুন শনাক্ত হওয়া ৮১ জনকে নিয়ে দেশে এখন পর্যন্ত করোনাতে মোট শনাক্ত হলেন ১৯ লাখ ৫১ হাজার ৬৫৮ জন।

করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৮৯৩ জন। তাদের নিয়ে দেশে করোনা আক্রান্ত হয়ে মোট সুস্থ হয়ে উঠলেন ১৮ লাখ ৮২ হাজার ১৯৭ জন। এদিকে গত এক দিনে করোনায় কারও মৃত্যু না হওয়ায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১২২ জনই থাকলো।

দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগী শনাক্তের হার ১৪ দশমিক ১১ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৪৪ শতাংশ আর মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।

বিভি/এইচএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2