• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বিশ্বে করোনায় মৃত্যু ও সংক্রমণ দুটোই বেড়েছে

প্রকাশিত: ০৯:৫৮, ২১ এপ্রিল ২০২২

ফন্ট সাইজ
বিশ্বে করোনায় মৃত্যু ও সংক্রমণ দুটোই বেড়েছে

গত ২৪ ঘন্টায় বিশ্বে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু এবং করোনা শনাক্ত দুটোই বেড়েছে। বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে জানা যায়, বিগত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ হাজার ১৯৪ জন।একদিনে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৯ লাখ ১ হাজার ৯২০ জন।  

গত এক দিনের ব্যবধানে মৃতের সংখ্যা বেড়েছে এক হাজার। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছালো ৬২ লাখ ৩১ হাজার ৬১৪ জনে।

আর আগের দিনের চেয়ে যা বেড়েছে প্রায় সোয়া ৩ লাখ। এই নিয়ে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হওয়া মোট রোগীর সংখ্যা দাঁড়ালো ৫০ কোটি ৬৭ লাখ ৯১ হাজার ৭৮৬ জনে।

গেলো ২৪ ঘণ্টায় করোনায় মৃতের তালিকায় শীর্ষস্থানে রয়েছে যুক্তরাজ্য। আর সবচেয়ে বেশি করোনা সংক্রমণ হয়েছে জার্মানিতে। করোনায় এখন পর্যন্ত সমগ্র বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৬২ লাখ ৩১ হাজার আর শনাক্তের সংখ্যা ছাড়িয়েছে ৫০ কোটি ৬৭ লাখের ঘর।

বিগত একদিনে করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হওয়া যুক্তরাজ্যে প্রাণ হারিয়েছে ৫০৮ জন। আর দেশটিতে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৫ হাজার ৯৪৫ জন। করোনা মহামারিতে ইউরোপের এই দেশটিতে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে ১ লাখ ৩৩ হাজার ৮৯৪ জন আর করোনা আক্রান্ত হয়েছেন ২ কোটি ৩৭ লাখ ৭৫ হাজার ৫৮৮ জন।

গেলো ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ হওয়া জার্মানিতে নতুন শনাক্ত রোগীর সংখ্যা ১ লাখ ৮৭ হাজার ২৩৩ জন, এই সময়ের মাঝে দেশটিতে মারা গেছেন ৩৬১ জন। করোনার শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে ১ লাখ ৩৩ হাজার ৮৯৪ জন মারা গেছেন এবং করোনা আক্রান্ত হয়েছেন ২ কোটি ৩৭ লাখ ৭৫ হাজার ৫৮৮ জন।

দক্ষিণ কোরিয়ায় গেলো ২৪ ঘন্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ১১ হাজার ২৮০ জন এবং মারা গেছেন ১৬৬ জন। করোনার শুরু থেকে এখন পর্যন্ত পূর্ব এশিয়ার দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ১ কোটি ৬৫ লাখ ৮৩ হাজার ২২০ জন এবং মারা গেছেন ২১ হাজার ৫২০ জন।

বিগত একদিনে যুক্তরাষ্ট্রে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৪৪ হাজার ৪২১ জনের এবং মারা গেছেন ৩৮২ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ৮ কোটি ২৪ লাখ ৭৮ হাজার ৭৪৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১০ লাখ ১৬ হাজার ৯৭১ জন মারা গেছেন।

বিগত এক দিনে রাশিয়ায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২২৩ জন এবং নতুন করে করোনায় শনাক্ত হয়েছে ৯ হাজার ১৯৫ জন। করোনা মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৮১ লাখ ১ হাজার ৯৮৬ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৭৪ হাজার ১৭১ জনের।

লাতিন আমেরিকার দেশ ব্রাজিল রয়েছে করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃতের তালিকা রয়েছে দ্বিতীয় অবস্থানে। গেলো ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২০৪ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩২ হাজার ৬৯৯ জন। করোনার শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ৩ লাখ ১১ হাজার ৯৬৯ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ৬২ হাজার ৪৭০ জনের।

২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ভারতে মারা গেছেন ৩৩ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ২ হাজার ৫৩০ জন। করোনার শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৪ কোটি ৩০ লাখ ৪৯ হাজার ৫০৭ জন এবং মারা গেছেন ৫ লাখ ২২ হাজার ৩৯ জন।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2