করোনায় আরও একটি মৃত্যুহীন দিন পার, শনাক্ত ১০

ঈদের আগের দিনও সুসংবাদ থাকলো করোনা প্রকোপে। দেশে করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কেউ মারা যায়নি। তবে এ সময় নতুন করে ভাইরাসটি শনাক্ত হয়েছে ১০ জনের শরীরে।
এখন পর্যন্ত দেশে মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৭ জনই থাকল এবং মোট শনাক্তের সংখ্যা ১৯ লাখ ৫২ হাজার ৭২৬ জনে পৌঁছেছে।
সোমবার (২ মে) বিকালে স্বাস্থ্য অধিদফতর করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৪৭৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদিন শনাক্তের হার ০.৪০ শতাংশ।
দেশে মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩.৯৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যু ১.৪৯ শতাংশ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩০৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯৬ হাজার ১ জন।
এর আগে রোববার দেশে ২৫ জনের দেহে করোনা শনাক্ত হয়, তবে মারা যায়নি কেউ।
বিভি/এজেড
মন্তব্য করুন: