টানা ২১তম দিনে করোনায় মৃত্যুশূন্য দেশ

করোনায় আজও মারা যায়নি কেউ। এ নিয়ে টানা ২১তম দিনে করোনায় মৃত্যুশূন্য দেশ।
বুধবার (১১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী এই পর্যন্ত করোনায় মারা গেছেন ২৯ হাজার ১২৭ জন। ছয় হাজার একশ' ৮২টি নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হওয়ার রোগীর সংখ্যা ৩৩ জন।
এই নিয়ে দেশে করোনা আক্রান্তের মোট সংখ্যা দাঁড়ালো ১৯ লাখ ৫২ হাজার আটশ' ৮৮ জন। নতুন ২৪৯ জনসহ দেশে এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯৮ হাজার ৩১২ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার শূন্য দশমিক পাঁচ তিন ও সুস্থতার হার ৯৭ দশমিক দুই এক।
আরও পড়ুন:
বিভি/রিসি
মন্তব্য করুন: