করোনায় শনাক্ত আজ কম, বেড়েছে মৃত্যু

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় শনাক্ত কমেছে কিন্তু মৃত্যু বেড়েছে। এ সময় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৮৯৭ জন। শুক্রবার (১ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুন) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়। এ সময় ২ হাজার ১৮৩ জনের করোনা শনাক্ত হয়।
এ নিয়ে দেশে এ পর্যন্ত ১৯ লাখ ৭৫ হাজার ৬৮২ জনের করোনা শনাক্ত হলো এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ১৫৪ জন।
বিভি/এনএ
মন্তব্য করুন: