৩ দিনে ৬৪৬ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধ, জরিমানা ১১ লাখ: স্বাস্থ্য অধিদপ্তর

বৈধতা না থাকায় সারা দেশে তিন দিনে ৬৪৬টি অবৈধ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এবং ব্লাড ব্যাংক বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর, আদায় করা হয়েছে ১১ লাখেরও বেশি টাকা। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখা সূত্র।
গত ২৯ আগস্ট থেকে সারা দেশে অবৈধ হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক ও ব্লাড ব্যাংকে অভিযান শুরু করে স্বাস্থ্য অধিদপ্তর। অভিযানে বেসরকারি স্বাস্থ্যসেবা ৬৪৬টি প্রতিষ্ঠানকে অবৈধভাবে কার্যক্রম পরিচালনার কারণে ব্নধ করে দেওয়া হয়েছে।
জানা গেছে, খুলনা বিভাগে ১৬৯টি, ঢাকা বিভাগে ১৫৮টি, চট্টগ্রাম বিভাগে ১৫৪টি, রাজশাহী বিভাগে ৮১টি, ময়মনসিংহ বিভাগে ২৬টি, রংপুর বিভাগে ২৪টি, বরিশাল বিভাগে ১৩টি এবং সিলেট বিভাগে একটি হাসাপাতাল বন্ধ করা হয়েছে।
জরিমানার দিক থেকে রাজশাহী বিভাগে ৭ লাখ ৩৭ হাজার, খুলনা বিভাগে ২ লাখ ১৭ হাজার, ঢাকা বিভাগে এক লাখ, বরিশাল বিভাগে ২০ হাজার, রংপুর বিভাগে জরিমানা আদায় করা হয়েছে ১১ হাজার টাকা।
বিভি/এসআই
মন্তব্য করুন: