• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

শিগগিরই আসছে তথ্য সুরক্ষা আইন

প্রকাশিত: ১৪:৪৪, ৯ জুলাই ২০২৩

আপডেট: ১৪:৫৫, ৯ জুলাই ২০২৩

ফন্ট সাইজ
শিগগিরই আসছে তথ্য সুরক্ষা আইন

শিগগিরই তথ্য সুরক্ষা আইন আসছে বলে জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। রোববার (৯ জুলাই) সকালে আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল অডিটোরিয়ামে আয়োজিত এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা জানান। তথ্য সুরক্ষা আমাদের পরবর্তী চ্যালেঞ্জ উল্লেখ করে পলক বলেন, তথ্য সুরক্ষায় ব্যক্তিগত তথ্য, প্রতিষ্ঠানের তথ্য, ক্লাসিফায়েড তথ্য, এক্সক্লুসিভ তথ্য, ওপেন তথ্য এগুলো ভাগ করে আমরা তিনটি ক্লাসিফিকেশন করছি।

তিনি বলেন, খুব শিগগিরই ডেটা সিকিউরিটি অ্যাক্ট আসছে। আইনের খসড়া চূড়ান্ত পর্যায়ে। তথ্য সুরক্ষার জন্য দেশীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে যতগুলো সুপারিশ পেয়েছিলাম সেসব সুপারিশের পরিপ্রেক্ষিতে ডেটা সিকিউরিটি অ্যাক্ট আসছে। বর্তমান সময়ে টাকার চেয়েও দামি হয়ে উঠছে তথ্য। তথ্য হচ্ছে পরবর্তী টাকা, তাই আমাদের ডেটা প্রাইভেসি এবং ডেটা প্রটেকশন নিয়ে ভাবতে হবে বলে মন্তব্য করেন পলক।

যেই প্রতিষ্ঠানটির ওয়েবসাইট থেকে তথ্য ফাঁস হয়েছে এতে তাদের কোনো গাফিলতি রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে পলক বলেন, অবশ্যই তাদের গাফিলতি রয়েছে। যারা এখানে দায়িত্বে অবহেলা করেছেন তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মন্ত্রণালয় যথাযথ ব্যবস্থা নেবে।

পলক বলেন, ২৯টি প্রতিষ্ঠানকে গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো আমরা ঘোষণা করেছিলাম, সেটার সংখ্যা কিন্তু ধাপে ধাপে বাড়ছে। ২০১৬ সালে বাংলাদেশ ব্যাংকে সাইবার থ্রেইডসটা হওয়ার পর যাতে আমাদের ৮১ মিলিয়ন ডলার চুরি হয়েছিল তার পরেই আমরা সাইবার সিকিউরিটির গুরুত্ব অনুভব করতে পেরেছিলাম। এই ২৯টি প্রতিষ্ঠানের মধ্যে ২৭ নম্বর তালিকায় যেই প্রতিষ্ঠানটিকে আমরা আইডেনটিফাই করেছিলাম সেই প্রতিষ্ঠানটিই কিন্তু এমন অবস্থায় পড়ল।
 

বিভি/ এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2