অ্যান্ড্রয়েডে আসছে চ্যাটজিপিটি

এবার অ্যান্ড্রয়েড ফোনে আসছে চ্যাট জিপিটি । নির্মাতা প্রতিষ্ঠান ওপেন এআই বলছে অ্যাপটি এখন গুগল প্লে স্টোরে তালিকা ভুক্ত। একট টুইট বার্তায় ওপেন এআই জানিয়েছে, অ্যাপটি ইতিমধ্যে অ্যাপল ব্যবহারকারীদের জন্য প্রকাশ করা হয়েছে।
ওপেনএআই টুইটে জানিয়েছে, অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য চ্যাটজিপিটিঅ্যাপ আগামী সপ্তাহে চালু হবে। ২২শে জুলাই থেকে Google Play Store-এ প্রি-অর্ডার শুরু হয়েছে। তবে, আপনি যদি AI বৈশিষ্ট্যগুলির জন্য একটি অ্যাপ ব্যবহার করতে চান তবে আপনি মাইক্রোসফ্টের বিং অ্যাপ ব্যবহার করতে পারেন।
লঞ্চিং এর পর থেকেই এআই বাজারে ঝড় তোলে চ্যাট জিপিটি। স্বল্প সময়ে গুছিয়ে উত্তর দিয়ে গ্রাহকের আস্থা অর্জনে সক্ষম হয় ওপেন এআই এর চ্যাট জিপিটি।
অ্যান্ড্রয়েড ভার্সনে আসার পর এর ব্যবহারকারীর সংখ্যা আরো বাড়বে বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা।
বিভি/ এসআই
মন্তব্য করুন: