• NEWS PORTAL

  • রবিবার, ২০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

যে চশমা দিয়েই করা যাবে ফেসবুক, ইনস্টাগ্রাম রিয়েলটাইম লাইভ

প্রকাশিত: ১৮:০২, ২৮ সেপ্টেম্বর ২০২৩

ফন্ট সাইজ
যে চশমা দিয়েই করা যাবে ফেসবুক, ইনস্টাগ্রাম রিয়েলটাইম লাইভ

এবার ফেসবুক, ইনস্টাগ্রামে ভিডিও লাইভ করার স্মার্ট চশমা আনছে মার্ক জাকারবার্গের সংস্থা মেটা। সংস্থাটি ’রে বেন’ এর সাথে সমন্বিত ভাবে এই চশমা লঞ্চ করেছে সংস্থাটি। 

২০২১ সালে সেপ্টেম্বরে মেটা তার প্রথম স্মার্ট গ্লাসেস লঞ্চ করেছিল। সেই স্মার্ট ওয়্যারেবলের নাম ছিল Ray-Ban Stories। নতুন মেটা স্মার্ট চশমাটি হল তারই পরবর্তী প্রজন্ম। যদিও Ray-Ban Meta Smart Glasses কোনও ডিসপ্লে ইউনিট ফিচার করছে না। এই চশমার ফ্রেমে ১২ এমপি ক্যামেরা সেন্সর এবং এলইডি ইউনিট দেওয়া হয়েছে। 

চশমাটির স্পেসিফিকেশন, ফিচার: 

১২MP সেন্সর এবং LED লাইট দেওয়া হয়েছে চশমাটিতে। রেকর্ডিং ইন্ডিকেটরটি বসানো হয়েছে চশমার দুটি সার্কুলার কাটআউটের মাঝে। এই চশমার ক্যামেরা ব্যবহার করে ৩,০২৪ x ৪,০৩২ পিক্সেলের দুর্দান্ত ছবি এবং ১০৮০p ভিডিয়ো ক্যাপচার করতে পারবেন কাস্টমাররা।
ব্যবহারকারীরা Meta View App-এর সাহায্যে অত্যন্ত দ্রুততার সঙ্গে মিডিয়া ফাইলগুলি শেয়ার করা যাবে।

মেটা রে-ব্যান স্মার্ট গ্লাসের সবথেকে আকর্ষণীয় বৈশিষ্ট্য হল তার ফার্স্ট পার্সন পার্সপেক্টিভ লাইভস্ট্রিমিং। এর সাহায্যে ব্যবহারকারীরা যাই দেখবেন, তারই লাইভস্ট্রিমিং করতে পারবেন এবং তা এক্কেবারে রিয়্যাল টাইম ভিত্তিতে। যদিও ফেসবুক এবং ইনস্টাগ্রামেই তা লাইভস্ট্রিম করা যাবে। এছাড়াও ব্যবহারকারীরা ‘Hey Meta’ প্রম্প্ট দিয়ে হ্যান্ডসফ্রি ফাংশন সক্রিয় করতে পারবেন।

যদিও এই নতুন Ray-Ban Meta Smart Glasses-এ কোনও ডিসপ্লে নেই। মেটা বলছে, আগের Ray-Ban Stories-এর তুলনায় এই নতুন চশমার ডুয়াল ওপেন-ইয়ার স্পিকার্স অডিও লিকেজ আরও কম করতে পারে। সেই কারণেই নতুন চশমাটি আগের থেকে আরও 50% বেশি সাউন্ড দিতে পারে অতিরিক্ত ক্ল্যারিটি সহযোগে।

পারফরম্যান্সের জন্য এই চশমায় কোয়ালকমের স্ন্যাপড্রাগন AR1 Gen1 প্ল্যাটফর্ম প্রসেসর রয়েছে। এই প্রসেসর পেয়ার করা রয়েছে ৩২GB ইনবিল্ট স্টোরেজের সঙ্গে। আগের থেকে এই চশমার ডিজ়াইন আরও পাতলা করা হয়েছে। 

এক চার্জে ৪ ঘণ্টার ব্যাটারি ব্যাকআপ দিতে পারে। তবে চার্জিং কেসে থাকা অবস্থায় চশমাটি ৩২ ঘণ্টা অতিরিক্ত ব্যাকআপ দিতে পারে। আর একবার সম্পূর্ণ ভাবে চার্জ হতে এই চশমা সময় নেয় ৭৫ মিনিট। সুরক্ষার জন্য এই চশমা IPX4 রেটিং প্রাপ্ত।

স্ট্যান্ডার্ড লেন্স দিয়ে এই স্মার্ট চশমার দাম পড়বে ২৯৯ মার্কিন ডলার বা প্রায় ২৪,৯৯৯ টাকা। অন্য দিকে পোলারাইজড ও ট্রানজ়িশন লেন্স দিয়ে Ray-Ban Meta Smart Glasses-এর দাম হবে যথাক্রমে ৩২৯ মার্কিন ডলার বা ২৭,৪০০ টাকা এবং ৩৭৯ মার্কিন ডলার বা ৩১,৫০০ টাকা। মোট ১৫০ টি ভিন্ন কাস্টম ফ্রেম ও লেন্স ডিজ়াইনেপ কম্বিনেশনে এই স্মার্ট গ্লাসেস পাওয়া যাবে।

বিভি/ এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2