• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

এমআইএসটিতে সাইবার নিরাপত্তা বিষয়ক সেমিনার এবং প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত: ১৮:৪৯, ৪ নভেম্বর ২০২৩

আপডেট: ১৯:৩০, ৪ নভেম্বর ২০২৩

ফন্ট সাইজ
এমআইএসটিতে সাইবার নিরাপত্তা বিষয়ক সেমিনার এবং প্রতিযোগিতা অনুষ্ঠিত

২৯ টি দলের প্রায় ১৫০ জন অংশগ্রহণকারীর উপস্থিতিতে এমআইএসটিতে অনুষ্ঠিত হলো সিটিএফ-২০২৩ এবং সাইবার সিকিউরিটি কনফারেন্স। শনিবার (৪ নভেম্বর) সকালে শুরু হওয়া এই আয়োজন বিকালে পুরষ্কার বিতরনের মধ্য দিয়ে শেষ হয়। 

সিটিএফ প্রতিযোগীতায় ২৪২৫ পয়েন্টস পেয়ে প্রথম স্থান অধিকার করে “বঙ্ক পুলিশ”। এই দলের  সদস্যরা হলেন ফিরোজ মিয়া সরকারি কলেজের শেখ আলী আকবর, রাজশাহী মেডিকেল কলেজের মো. গোলাম রাব্বী, টেক ফড়িং লি. এর হাবিবুর রহমান এবং হাজী আজমত সরকারী কলেজের গোলাম রাব্বী। 

২২৫০ পয়েন্টস পেয়ে ২য় স্থান অধিকার করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটির দল (জেকেকেএনআইইউ সি৭বি৩আরকে)। এই দলের সদস্যরা হলেন ইউসুফ আবদুল্লাহ, ফারহানা মাহবুবা, স্পন্দন রেমা এবং তালুকদার ওমর ফারুক, এরা সবাই একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

২২০০ পয়েন্টস পেয়ে তৃতীয় স্থান অধিকার করে “টিম ‍স্টিমারর্স”। এই দলে আছেন অ্যামেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের রাকিব আহমেদ রিয়াদ, ব্রাহ্মনাবাড়িয়া পলিটেকনিক ইন্সিটিটিউটের রবিউল আউয়াল, গ্লোবাল ব্র্র্যান্ড প্রাইভেট লি. এর মনজুর হাসান এবং ফয়সাল হোসাইন। 

প্রধান অতিথির বক্তৃতায়  মেজর জেনারেল মো. সাইদুল ইসলাম, আরসিডিএস, এনডিসি, পিএসসি, কমান্ড্যান্ট, এমআইএসটি বলেন, বর্তমানে সাইবার সিকিউরিটির গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। যুগের চাহিদায় আমাদেরও সব সময় প্রস্তুত থাকতে হবে। সিটিএফ সাইবার শিল্পের বিভিন্ন শাখায় দক্ষতা বাড়ানোর সুযোগ বাড়ায়। এই আয়োজনের অংশ হতে পেরে তিনি গর্বিত বলে জানান। 

বিজয়ী দলকে এক লাখ বিশ হাজার টাকা, প্রথম রানার্স আপ দলকে আশি হাজার এবং দ্বিতীয় রানার্স আপ দলকে ষাট হাজার টাকা পুরষ্কার দেওয়া হয়। 

 

বিভি/ এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2