• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

সাইবার সচেতনতা বাড়াতে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ জরুরি: রাজশাহী বিভাগীয় কমিশনার

প্রকাশিত: ১৫:৩২, ১০ নভেম্বর ২০২৩

আপডেট: ১৬:০৬, ১০ নভেম্বর ২০২৩

ফন্ট সাইজ
সাইবার সচেতনতা বাড়াতে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ জরুরি: রাজশাহী বিভাগীয় কমিশনার

সাইবার নিরাপত্তা বিষয়ক আইন ও বিধিবিধান বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজশাহীতে 'সাইবার সচেতনতা' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।  ডিজিটাল নিরাপত্তা এজেন্সি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আয়োজনে শুক্রবার (১০ নভেম্বর) সকালে বিভাগীয় কমিশনার রাজশাহীর সম্মেলন কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

আয়োজনে রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সরকারের বিভিন্ন উদ্যোগসমূহ তুলে ধরে বলেন, টেকসই স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে সাইবার সচেতন হওয়ার পাশাপাশি সাইবার অপরাধ প্রতিরোধে একসঙ্গে কাজ করতে হবে।

বিভাগীয় কমিশনার আরো বলেন, সাইবার নিরাপত্তার ক্ষেত্রে সর্বদা নিজেদের সাম্প্রতিক সাইবার ঝুঁকি সম্পর্কে অবহিত থাকতে হবে এবং সেই অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করতে হবে। সাইবার নিরাপত্তার ঝুঁকি বিবেচনায় সকল সরকারি সেবাসমূহের এপ্লিকেশন সরকারি ডাটা সেন্টারে হোস্টিং করার বিষয় তুলে ধরেন এবং সাইবার দূর্ঘটনা ঘটার পূর্বেই সবাইকে সচেতন হতে হবে। এক্ষেত্রে সাইবার সিকিউরিটি স্কিল বাড়ানোর জন্য পাবলিক প্রাইভেট পার্টনারশিপ জরুরী। ডাটা নিরাপত্তা, ক্লাউড সিকিউরিটি, নেটওয়ার্ক সিকিউরিটি এবং অন্যান্য সাইবার সিকিউরিটি বিষয়ে আলোচনা করেন তিনি।

এসময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) ড. মো. মোকছেদ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) জসীম উদ্দীন হায়দার এবং জেলা প্রশাসক শামীম আহমেদ।

ডিজিটাল নিরাপত্তা এজেন্সির সহকারী পরিচালক এসএম মান্নানের সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন, ডিজিটাল নিরাপত্তা এজেন্সির মহাপরিচালক আবু সাঈদ মো. কামরুজ্জামান। এছাড়াও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার ২০২০ বিজয়ী ও সাইবার টিনস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি সাদাত রহমান।

সাইবার টিনস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি সাদাত রহমান তাঁর বক্তব্যে বলেন- সাইবার বুলিং প্রতিরোধে করণীয় সম্পর্কে বিভিন্ন বিষয় তুলে ধরেন এবং কিশোর-কিশোরীরা সাইবার বুলিং এর শিকার হলে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধনকৃত হটলাইন নম্বর ১৩২১৯ এ অবহিত করতে বলেন।

মূল প্রবন্ধ উপস্থাপক ও ডিএসএ'র মহাপরিচালক আবু সাঈদ মো. কামরুজ্জামান বলেন- নতুন পাশকৃত সাইবার নিরাপত্তা আইন-২০২৩ এর প্রয়োজনীয়তা এবং সাইবার নিরাপত্তার বিভিন্ন বিষয় তুলে ধরেন। পাশাপাশি ডিজিটাল নিরাপত্তা এজেন্সির বিভিন্ন কার্যক্রম এবং ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরেন।

উল্লেখ্য, বিভাগীয় কমিশনারের কার্যালয় রাজশাহীর সহযোগিতায় সেমিনারে দেশের সাধারণ জনগোষ্ঠিকে সাইবার অপরাধ ও প্রযুক্তি আইন সম্পর্কে অবহিতকরণ এবং সাইবার অপরাধ প্রতিকারে তাদের দক্ষতা বৃদ্ধিসহ নানা বিষয়ে আলোচনা করা হয়।
 

বিভি/ এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2