• NEWS PORTAL

  • রবিবার, ২০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বাতিল হচ্ছে যেসব জিমেইল অ্যাকাউন্ট

প্রকাশিত: ১৮:১৬, ২ ডিসেম্বর ২০২৩

ফন্ট সাইজ
বাতিল হচ্ছে যেসব জিমেইল অ্যাকাউন্ট

নীতিমালা সংশোধনের পর গুগল অ্যাকাউন্ট মুছে ফেলা শুরু করেছে গুগল। সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে,  গুগল গত মে মাসে তার নীতিমালায় একটি সংশোধন এনেছে। সেখানে বলা হয়েছে, নিরাপত্তা ঝুঁকি কমাতে পুরনো অ্যাকাউন্টগুলো মুছে দেয়া হবে।

সাইবার বিশেষজ্ঞরা বলছেন, পুরোনো জিমেইল অব্যবহৃত থাকায় সাধারণত পাসওয়ার্ড পরিবর্তন করা হয় না ফলে সেগুলো ফিশিং, হ্যাকিং এবং স্পামের মতো সাইবার হামলার ঝুঁকিতে থাকে। 

গুগল বলছে, অ্যাকাউন্ট খোলার পর যেসব অ্যাকাউন্ট ব্যবহার করা হয়নি, প্রাথমিকভাবে সেগুলো মুছে ফেলা হবে বলে। ফলে বাতিলকৃত অ্যাকাউন্টের সাথে যুক্ত সব গুগল সার্ভিস ব্যবহার করা যাবে না। গুগল বলছে, অনলাইনে যেকোন কাজে যদি কোন অ্যাকাউন্ট ব্যবহার করা হয় তাহলে সেই অ্যাকাউন্টগুলোকে সক্রিয় হিসেবে বিবেচনা করা হবে।
 

বিভি/ এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2