হ্যাকারদের দখলে দেশের একাধিক ওয়েবসাইট

দেশের একাধিক ওয়েবসাইটের দখল নিয়েছে হ্যাকাররা। এসব সাইটের মধ্যে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি বিভিন্ন অফিস । রাজশাহী শিক্ষাবোর্ডের অধীন হাজী জমির উদ্দীন শাফিনা মহিলা ডিগ্রি কলেজের ওয়েবসাইটের নিয়ন্ত্রণ নিয়েছে টিম নেটওয়ার্ক নাইন নামের একটি হ্যাকার গ্রুপ। সাইটটিতে বর্তমানে হ্যাকারদের নোটিশ ঝুলতে দেখা গেছে। এদিকে আব্দুর রউফ কলেজের ওয়েবসাইটেরও একই অবস্থা, সেখানেও নোটিশ ঝুলিয়ে দিয়েছে হ্যাকাররা।
কক্সবাজারের উত্তরণ মডেল কলেজের ওয়েবসাইটও হ্যাকারদের কবলে পড়ে। বিষয়টি তাদের নজরে আনলে রিপোর্ট প্রকাশের সময় সাইটটি সচল পাওয়া গেছে। গত দুদিন থেকেই খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের সাইট হ্যাকারদের দখলে। দখলকৃত সাইটে স্ক্রলে চলছে বিভিন্ন হ্যাকার গোষ্ঠীর নাম। একই অবস্থা নেত্রকোণা জেলার আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ের ওয়েবসাইটের, যেখানে বাংলাদেশকে লক্ষ্য করে মেসেজ দিয়েছে হ্যাকার গ্রুপ।
ফেনির দাগনভূঁইয়া পৌরসভার ওয়েবসাইট দখলে নিয়েছে ডার্ক প্রিডাটরস নামের একটি হ্যাকার গ্রুপ। সেখানেও বিভিন্ন হ্যাকার গোষ্ঠীর নাম সম্বলিত নাম দেখা গেছে। এছাড়া ময়মনসিংহের ডিসিঅফিস লাইব্রেরীর ওয়েবসাাইট এখনো টিম নেটওয়ার্ক নাইন নামের হ্যাকার গ্রুপের কবলে।
হ্যাকারদের কবলে পড়ে ফেনি ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটও। তবে রিপোর্ট প্রকাশের সময় সাইটটিকে সচল পাওয়া গেছে। এছাড়া ইসলামীক ফাউন্ডেশনের ওয়েবসাইটেও সাইবার হামলার দাবি করেছে হ্যাকার গ্রুপ। তাদের দাবির স্বপক্ষে স্ক্রিন শট শেয়ার করেছ হ্যাকার গ্রুপ।
সাইবার বিশেষজ্ঞরা বলছেন, বিভিন্ন কারনে বিশ্বব্যাপী তুলনামূলক হারে বাড়ছে সাইবার হামলা। এসব হামলা থেকে দক্ষ জনবলের পাশাপাশি দরকার সচেতনতা।
বিভি/ এসআই
মন্তব্য করুন: