• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

এক ক্লিকেই ৭ লাখ টাকা গায়েব

শুভ ইসলাম

প্রকাশিত: ২০:৫৯, ৯ ফেব্রুয়ারি ২০২৪

ফন্ট সাইজ
এক ক্লিকেই ৭ লাখ টাকা গায়েব

কুন্তুল সরকার, কাজ করেন বেসরকারি একটি প্রতিষ্ঠানে। সেদিন কাজের সময় হঠাৎই ফেসবুকে একটি লিংক আসে, লিংকে ক্লিক করা মাত্রই তার ফেসবুক আইডি হ্যাকড। মাথায় যেন আকাশ ভেঙ্গে পড়ল। তার আইডির অধীনে ছিলো তিনটি ব্যবসায়ীক পেইজ, যেখান থেকে তার মাসিক আয় প্রায় ৭ পাঁচ লাখ টাকা। 

শুধু ফেসবুক কেন্দ্রিক ব্যবসায়ই নয়, ইন্টার কানেক্টেড এই বিশ্বে স্মার্টফোন ব্যবহারের করে ব্যাংকিং কার্যক্রম থেকে শুরু করে প্রতিনিয়িত সব ধরনের গোপন এবং ঝুঁকিপূর্ণ কাজ করা হয়, যেখানে যাচাই-বাছাই ছাড়াই ব্যক্তিগত অনেক তথ্য শেয়ার হয় হরহামেশাই। 

বিশেষজ্ঞরা বলছেন, একজন স্মার্টফোন ব্যবহারকারীর তথ্য বিভিন্ন উপায়ে বেহাত হতে পারে। এই যেমন: 
* ব্যাংকিং কার্যক্রমে পাসওয়ার্ড সেভ রাখা
* দূর্বল পাসওয়ার্ড ব্যবহার করা 
* গণহারে বিভিন্ন অ্যাপকে পারমিশন দেওয়া 
* লগইন ক্রিডেনশিয়াল ব্রাউজারে সংরক্ষণ করা 
* থার্ড পার্টি অ্যাপ ডাউনলোড করা 
* ক্ষতিকারক অ্যাপ ব্যবহার করা 
* ফিশিং অ্যাটাক
* সোস্যাল ইঞ্জিনিয়ারিং
* কেনাকাটার সময় বিশ্বস্ত সাইট নির্বাচন না করা সহ নানান কারনে স্মার্টফোনের তথ্য বেহাতের মত ঘটনা ঘটে, হ্যাক হয় ফেসবুক আইডি সহ অন্যান্য অ্যাকাউন্ট। 

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটের পরিচালক ড. বি এম মইনুল হোসেন বলেন, আইডির হ্যাক হলে তার এক্সেস হ্যাকারদের হাতে চলে যায়। যে কোনো সময় এসব আইডি থেকে দেশবিরোধী পোস্ট হতে পারে। এর সাথে রয়েছে রাজনৈতিক বা আইনি ঝামেলা তো রয়েছেই। সচেতনতার পাশাপাশি ডিজিটাল লিটারেসির উপর জোড় দেন এই কর্মকর্তা। ব্যবহারকারীর সতর্কতার পাশাপাশি ডিজিটাল লিটারেসির উপর গুরত্বারোপ করেন খাত সংশ্লিষ্টরা। 

বিশ্বে যত স্মার্টফোন বিক্রি হয় তার মধ্যে ৯০ শতাংশই অ্যান্ড্রয়েড ও আইফোন। সকল প্রযুক্তিই মানুষের কল্যাণের জন্য আশীর্বাদ হয়ে এলেও কখনো কখনো এর অপব্যবহার বয়ে আনে অভিশাপ। ভালো-মন্দ, উপকার-অপকার সবকিছুই নির্ভর করছে কীভাবে এটিকে ব্যবহার করা হয়, তার ওপর। 

স্মার্টফোন, আকারে ছোট্ট এই ডিভাইসটির প্রভাব সদুর প্রসারী। মাঝে মাঝে এটি জীবন নাশের কারন হয়ে দাঁড়ায়। অসতর্কতার একটি ক্লিকেই আপনার ধ্বংস হাতে পারে নিজের, পরিবারের কিংবা সামাজিক জীবন। 


 

বিভি/ এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2