ফেসবুক ইনস্টাগ্রাম ডাউন হয়েছিলো যে কারণে

কারিগরি ত্রুটির কারণে গতকাল বিশ্বব্যাপী মেটা মালিকানাধীন ফেসবুক, ইনস্টাগ্রাম ব্যবহারে সমস্যায় পড়েছিল ব্যবহারকারীরা। মেটার মুখপাত্র অ্যান্ডি স্টোন জানান, অনির্দিষ্ট "প্রযুক্তিগত সমস্যা" কারনে এই সমস্যা তৈরি হয়েছিল যা দ্রুতই সময়ের মধ্যেই সমাধান করা হয়েছে। অনাকাঙ্খিত অসুবিধার জন্য ব্যবহারকারীদের কাছে ক্ষমা চেয়েছে সামাজিক মাধ্যমটি।
এর আগে গতকাল (৫ মার্চ) রাত সোয়া ৯টার দিকে দেশের বিভিন্ন জায়গায় থেকে একযোগে ফেসবুক লগ-আউট হয়ে যায়। সমস্যা পোহাতে হয় ম্যাসেঞ্জার সহ ইনস্টাগ্রামেও। ফেসবুক ব্যবহারকারীরা জানান জানান, ফেসবুক লগ ইন ছিলো কিন্তু হঠাৎ দেখি লগ-আউট। তখন আমি ভয় পেয়ে যায় যে কেউ হ্যাক করলো কিনা। এরপর অনেকের এই অবস্থা জানার পর এখন কিছুটা সস্তি লাগছে।
আরও পড়ুন: ঘণ্টাখানেক পর ফেসবুকে ঢুকতে পেরে উল্লসিত ব্যবহারকারীরা
ওয়েবসাইট পর্যবেক্ষক প্রতিষ্ঠান ডাউন ডিটেকটরের গ্রাফে দেখা গেছে, গতকাল রাত ৯টা থেকে ৯টা ৩২ মিনিট পর্যন্ত ৩ লাখ ৫২ হাজার ২৯ জন ফেসবুক ব্যবহারকারী অভিযোগ করেছেন তারা ফেসবুক ব্যবহারে সমস্যার সম্মুখীন হচ্ছেন।
বিভি/ এসআই
মন্তব্য করুন: