• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

আইসিসি টি২০ বিশ্বকাপে এআই’র ছোঁয়া 

প্রকাশিত: ১২:০৩, ১ জুন ২০২৪

ফন্ট সাইজ
আইসিসি টি২০ বিশ্বকাপে এআই’র ছোঁয়া 

রবিবার (২ জুন) শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ। প্রস্তুতি শেষ, গত কয়েকদিন ধরেই চলছে নিজেদের ঝালিয়ে নেওয়ার ম্যাচ। এবারের আসরে বিভিন্ন চমক রেখেছে আইসিসি। আসরে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বা এআই ড্রাইভেন অনেক আবিষ্কারের প্রয়োগ দেখা যেতে পারে বিভিন্ন ক্ষেত্রে।

আইসিসি তাদের অফিসিয়াল প্রেস রিলিজে বলেছে, টি২০ বিশ্বকাপের এই আসরে বিশ্বে প্রথম বারের মতো এআই সাপোর্টেড ভার্টিক্যাল ফিড অবমুক্ত করা হবে। এছাড়া তুলনামূলক ওয়ার্ল্ড ফিড সার্ভিসও লাইসেন্সের জন্য উন্মুক্ত থাকবে। 

সম্প্রচারেও মিলবে বিভিন্ন ভিজ্যুায়াল এবং নান্দনিকতার ছোঁয়া। হক আই (Hawk eye) অফ ব্যাট ট্র্যাকিং প্রযুক্তি সরবারাহ করবে আর গেম অ্যানালাইসিস করবে  পিয়ারো গ্রাফিক্সি (Piero graphics)। প্রতিষ্ঠানটি ডিআরএস প্রযুক্তিতে বল ট্র্যাকিং এবং এজ ডিটেকশন করবে। 

ফিল্ডিং পজিশন এবং স্ট্র্যাটেজিতে ভার্চুয়াল ফিল্ড মডেল সরবরাহ করবে কুইডিস ইনোভেশন ল্যাব (Quidich innovation lab)। এছাড়া আশাপাশের পরিবেশ এবং স্টানিং অ্যারিয়াল ভিউয়ের জন্য ড্রোন সরবরাহ করবে প্রতিষ্ঠানঠি। 


 

বিভি/ এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2