• NEWS PORTAL

  • শনিবার, ২৯ জুন ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ভারতের সাথে যৌথ ভাবে স্যাটেলাইট তৈরি করবে বাংলাদেশ

প্রকাশিত: ১৫:৫৭, ২৪ জুন ২০২৪

ফন্ট সাইজ
ভারতের সাথে যৌথ ভাবে স্যাটেলাইট তৈরি করবে বাংলাদেশ

ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর সাথে যৌথভাবে ছোট স্যাটেলাইট তৈরি করবে বাংলাদেশ। সোমবার (২৪ জুন) সচিবালয়ে ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসদুপুই এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা জানান।

সম্প্রতি প্রধানমন্ত্রীর সঙ্গে ভারত সফর সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন,  আমাদের দুটি বিষয় ছিল খুব গুরুত্বপূর্ণ। একটি হলো ভিশন পার্টনারশিপ ডকুমেন্টস ফর ডিজিটাল পার্টনারশিপ। যেটা ভারতের আছে ‘বিকশিত ভারত-২০৪৭’। তাদের উন্নত, উচ্চ আয়ের দেশ হওয়া। আর প্রধানমন্ত্রীর ভিশন-২০৪১, স্মার্ট বাংলাদেশ, উন্নত বাংলাদেশ হওয়া। এর জন্য কীভাবে প্রযুক্তিকে ব্যবহার করে আমরা দুই দেশ একসঙ্গে কাজ করবো, সেজন্য একটা ভিশন ডিজিটাল পার্টনারশিপ ডকুমেন্টস, একটা নতুন ধরনের বড় পরিধির ভিশন সাইন করেছি।'

তিনি বলেন, 'তাদের যে ইসরো আছে- স্পেস রিসার্চ অর্গানাইজেশন, যেটা বেশ ভালো করছে এবং চন্দ্রযান-৩ সফলভাবে চাঁদেও অবতরণ করেছে। তাদের সঙ্গে আমরা যৌথভাবে একটা স্মল স্যাটেলাইট তৈরি করবো। যেখানে ওরা প্রায় ৫০ কোটি টাকার মতো অনুদান দেবে। আর আমাদের প্রায় ৫০ জন ছেলে মেয়েকে এখানে (স্যাটেলাইট তৈরি) ব্যবহার করবো যারা ইসরো ভিজিট করবে, তাদের বিজনেস উইংয়ের সঙ্গে কাজ করবে, গবেষণার কাজ করবে এবং ওদের কিছু স্যাটেলাইটের কনস্ট্রাকশন ডিজাইন আমরা যৌথভাবে করবো।'
প্রতিমন্ত্রী আরও বলেন, 'ওটা হবে আর্থ অবজারভেটরি জিও স্পেশাল স্যাটেলাইট। যার ৫-৬ বছরের মেয়াদ থাকবে।'

বিভি/ এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2