গ্রামীনফোনে সাময়িক নেটওয়ার্ক বিভ্রাট

বিকালে নেটওয়ার্ক বিভ্রাট পোহাতে হয়েছে গ্রামীণফোনের কিছু গ্রাহককে। অনেকেই কল করতে পারেনি, কেউ কেউ ইন্টারনেট ব্যবহার করতে পারেনি। সুজন মাহমুদ নামের একজন গণমাধ্যম কর্মী বাংলাভিশনেকে জানান, তার মোবাইল সিম হঠাই “নট রেজিস্টারর্ড ইন নেটওয়ার্ক” দেখায়। তখন তিনি কল করতে পারছিলেন না।
গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশনস শারফুদ্দিন আহমেদ চৌধুরী প্রথম আলোকে বলেন, কারিগরি সমস্যার কারণে কিছুসংখ্যক গ্রাহক কল ও ইন্টারনেট-সেবা ব্যবহার করতে কিছুটা সময়ের জন্য সমস্যায় পড়েন, যা ইতিমধ্যে সমাধান করা হয়েছে। এ অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে অপারেটরটি।
গ্রামীনফোন সুত্র জানিয়েছে, কারিগরি এই সমস্যায় কিছু জায়গার কম সংখ্যক গ্রাহক এই সমস্যার মুখোমুখি হয়েছে।
বিভি/ এসআই
মন্তব্য করুন: