• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

পলকের বিরুদ্ধে হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ: আইসিটি বিভাগের সামনে বিক্ষোভ

প্রকাশিত: ১৬:৩৯, ১২ আগস্ট ২০২৪

আপডেট: ২০:৪২, ১২ আগস্ট ২০২৪

ফন্ট সাইজ

দায়িত্ব পাওয়ার পর সোমবার আইসিটি বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সাথে সাক্ষাতে যান অর্ন্তবর্তীকালিন সরকারের ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম। সাক্ষাতের পর গণমাধ্যমের সাথে কথা বলেন নাহিদ। এ সময় নাহিদ বলেন, গণমাধ্যমের কন্ঠ রোধ করে এমন বিতর্কিত ধারাগুলো আইন মন্ত্রণালয়ের সাথে বসে আলোচনার মাধ্যমে সংশোধন করা হবে। 

এ সময় আইসিটি বিভাগের সামনে প্রায় শ’খানেক বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারী বিভিন্ন স্লোগান দেয়। এটুআই, ভূয়া ভূয়া।  তারা অভিযোগ করেন এটুআই একটি ব্ল্যাকহোল। হাজার কোটি টাকা বাজেট আসে, জানা যায় না এই টাকা কোথায় যায়। 

এসময় উপদেষ্টাকে জিজ্ঞেস করা হয়, আইসিটি ডিভিশনে অনেক প্রকল্প গ্রহণ করা হয় যার কোনো প্রয়োজনীয়তা নেই, এবং এসব প্রকল্পে টাকা হরিলুট করা হয়। উপদেস্টা বলেন, তারুণ্যের নেতৃত্ব এগিয়ে যাবে আইসিটি খাত। এখানে কোনো প্রকার অনিয়ম বরদাস্ত করা হবে না। এসময় তিনি যেকোনো অভিযোগ লিখিত আকারে দিতে বলেন। শিগগিরিই সকলের সাথে বসবেন বলেও জানান তিনি। 

ডিভিশনের অধিনস্ত এক কর্মকর্তা অভিযোগ করেন, এটুআই’র সকলে কাজ ভেন্ডর দিয়ে করানো হয়। প্রচুর টাকা দিয়ে কনসালটেন্ট নিয়োগ করা হয়। অথচ এই কাজ গুলো ডিভিশনের অনেক দক্ষ কর্মকর্তারাই করতে পারে। অভিযোগকারী আরো বলেন, এসব ভেন্ডর সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের অনুসারী। তাদের সিন্ডিকেটের বাইরে কেউ কাজ পায় না। বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করা হবে বলে জানান উপদেষ্টা। 

করোনার সময় সুরক্ষা প্ল্যাটফর্ম তৈরি করা হয় যার মাধ্যমে করোনার ভ্যাকসিন ম্যানেজম্যান্ট করা হতো। জানা গেছে, ডিভিশনের পাঁচজন গ্রোগ্রামার এই প্ল্যাটফর্ম তৈরি করেন। এই প্ল্যাটফর্ম তৈরিতে কোনা টাকা খরচ হয়নি। কিন্তু সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এরকম একটি প্ল্যাটফর্ম তৈরি করতে শত কোটি টাকা বাজেট চেয়েছিলেন। যখন তিনি দেখলেন কোনো টাকা ছাড়াই প্ল্যাটফর্মটি তৈরি করা হয়েছে, তখন প্রতিমন্ত্রীর চরম নৈরাজ্যের শিকার হয়েছেন বলে জানান এক ভূক্তভোগী। 

উল্লেখ্য যে, টেন মিনিট স্কুল প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, ছাত্র আন্দোলনের স্বপক্ষে যারা ছিলেন তাদের সাথে এবং যারা বঞ্চিত হয়েছেন তাদের সাথে অবশ্যই সরকার কথা বলবে এবং সে অনুযায়ী ব্যবস্থা নেবে। তিনি আরও জানান, ইন্টারনেট ক্র্যাক ডাউন এর সাথে যারা জড়িত ছিল তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

বিভি/ এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2