• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

গুগলের নতুন চমক ‘Veo’, মুহূর্তেই তৈরি করবে ভিডিও!

প্রকাশিত: ১৬:৩৫, ৬ অক্টোবর ২০২৪

আপডেট: ২০:০৪, ২১ অক্টোবর ২০২৪

ফন্ট সাইজ
গুগলের নতুন চমক ‘Veo’, মুহূর্তেই তৈরি করবে ভিডিও!

গুগলের নতুন চমক ‘Veo’

কনটেন্ট ক্রিয়েটরদের সব থেকে দুশ্চিন্তার বিষয় ভিডিও ফুটেজ, কারণ সব সময় পছন্দের বা চিন্তার সব ভিডিও তাদের কাছে থাকে না। কিংবা ইলাস্ট্রেশন এর মতো প্রফেশনাল কাজও জানা থাকে না। আর থার্ড পার্টি ফুটেজ ব্যবহার করলে তো আরো বিপদ! 

এই সব চিন্তা মাথায় রেখে গুগল ডিপমাইন্ড নিয়ে এসেছে তাদের সব থেকে আধুনিক এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) ভিডিও জেনারেশন প্রযুক্তি ‘Veo’. 

আপনার কল্পনাকে বাস্তবে রূপ দিবে এই ‘VEO’। আপনার চিন্তাশক্তিকে মুহূর্তেই তৈরি করবে চমৎকার ভিডিও ব্যাকগ্রাউন্ডে। তৈরী করবে মনোমুগ্ধকর সব ভিজ্যুয়াল। উদাহরণস্বরূপ, আপনি যদি আপনার পছন্দের একটা মুহূর্ত কিংবা কোন মুভি বা উপন্যাসের দৃশ্য থেকে ভিডিও তৈরী করতে চান তাহলে আপনি অনায়াসে একটি ক্লিপ তৈরি করতে পারেন কিংবা আপনার ইতিমধ্যে ক্যাপচার করা বিষয়বস্তুর সাথে সম্পূর্ণ মিল রাখে ভিডিও জেনারেট করতে পারবেন । 

যদিও Veo-এর সাহায্যে শুধুমাত্র YouTube Shorts-এর জন্য 6 সেকেন্ডের ভিডিও ক্লিপও তৈরি করা যাবে । আর এই জন্য আপনাকে আরো কিছু সময় অপেক্ষা করতে হবে, কারণ হয়তো এই বছরের শেষের দিকে সবার জন্য উন্মুক্ত করা হবে। তবে বাংলাদেশে আসতে হয়তো আরো কিছু সময় অপেক্ষা করতে হবে । 

এছাড়া গুগল তাদের সব শেষ আপডেট আরো কিছু নতুন ফিচারের কথা উল্লেখ করেছে। যার মধ্যে আছে Shopping, AI dubbing, Creator gifting এবং communities সহ আরো অসংখ্য ফিচার।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2