• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বাংলাদেশ সফরে জোসেফ এম আকাবা

ভূতত্ববিদ থেকে নাসার প্রধান নভোচারী জোসেফ এম আকাবা

শুভ ইসলাম

প্রকাশিত: ১৮:৪৬, ১৫ ডিসেম্বর ২০২৪

ফন্ট সাইজ
ভূতত্ববিদ থেকে নাসার প্রধান নভোচারী জোসেফ এম আকাবা

বাংলাদেশ সফরে এসেছেন নাসার প্রধান নভোচারী জোসেফ এম আকাবা। রবিবার (১২ ডিসেম্বর) ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে একটি প্রোগ্রামে অংশ গ্রহণ করেন তিনি। গায়ে নভোচারীদের পোশাকে স্টেজে এসে সকলের উদ্দ্যোশে হাত নাড়িয়ে অভিবাদন জানান তিনি। ততক্ষনে অডিটরিয়ামে শিক্ষার্থীদের বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাস। 

বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামের বাইরেও উৎসুক শিক্ষার্থীদের তিল ধারনের জায়গা ছিলনা। হাজার খানে্ শিক্ষার্থীতে কানায় কানায় ভর্তি ছিলো পুরো অডিটরিয়াম।

 পিৎজা লাভার জোসেফ প্রথমেই মহাকাশে পিৎজা বানোর বিভিন্ন কৌশল সচিত্র তুলে ধরেন। ভুতত্ববিদ হওয়া সস্ত্বেও কিভাবে তিনি নভোচারী হলেন তার বিশদ তুলে ধরেন। তাছাড়া ভিডিও চিত্রে মহাকাশে তার কাটানো ৩২০ দিনের স্পেসওয়াক এবং বিভিন্ন যুগান্তকারী বৈজ্ঞানিক গবেষণা তুলে ধরেন। 

আয়োজনে তিনি শিক্ষার্থীদেরও হতাশ করেননি । ঘন্টাখানেক স্টেজে দাড়িয়ে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এসব প্রশ্নে উঠে আসে মহাকাশ গবেষণা, সমস্যা সম্ভাবনা ও চ্যালেঞ্জের বিভিন্ন বিষয়। এছাড়া তিনি বাংলাদেশকে আর্টেমিস অ্যাকোর্ডে যোগদানের বিষয়ে অনপ্রানিত করেন যা নাসা ও বাংলাদেশের ক্রমবর্ধমান মহাকাশ ও প্রযুক্তি খাতের মধ্যে আরও সহযোগিতা জোরদারে সাহায্য করবে। 

এমন একজন গুণী ব্যাক্তিকে কাছে পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। তারা বলেন, এমন আয়োজন নিজেদের ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে।  সফরটিকে দেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ মাইলফলক হিসাবে দেখছেন অনেকেই। বলছেন, সময়ে এখন দেশের মহাকাশ শিল্পকে এগিয়ে নেওয়ার। এই সফরে কয়েকটি প্রোগ্রামে অংশগ্রহনের কথা রয়েছে তার। 


 

বিভি/ এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2