শেরপুরে সাইবার সিকিউরিটি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

শেরপুরে সাইবার সিকিউরিটি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জানুয়ারী) সকালে শেরপুর জেলা প্রসাশকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
শেরপুর জেলা প্রসাশক তরফদার মাহমুদুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সির মহাপরিচালক আবু সাঈদ মোঃ কামরুজ্জামান, এনডিসি।
কর্মশালায় সরকারি অফিসার, সাংবাদিক, এনজিও অফিসিয়ালস, বিভিন্ন স্কুলের শিক্ষার্থী সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যুক্ত প্রায় ২০০ জন উপস্থিত ছিলেন। আয়োজনে হার পাওয়ার প্রকল্পেটর আওতায় ডিজিটাল মার্কেটিং, গ্রাফিকস ডিজাইন, ওয়েব ডেভেলপম্যান্ড এবং কল সেন্টার এজেন্ট ট্রেনিং প্রাপ্তদের মাঝে ২৫০ টি ল্যাপটপ বিতরণ করা হয়।
জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি নিয়মিতই দেশব্যাপী সাইবার সিকিউরিটি বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে সেমিনার/কর্মশালা আয়োজন করে থাকে। জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সির মহাপরিচালক আবু সাঈদ মোঃ কামরুজ্জামান বলেন,
সরকার সাইবার সিকিউরিটিকে সর্ব্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। ইতিমধ্যে ডিজিটাল স্পেসে সুরক্ষায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৪ নিয়ে কাজ করছে সরকা। এছাড়া ডেটা প্রোটেকশন অ্যাক্ট নেয় কাজ চলমান রয়েছে।
তিনি বলেন, সাইবার সুরক্ষা শুধুমাত্র নির্দিষ্ট কোনো ব্যাক্তি গোষ্ঠীর জন্য নয়, সব বয়সেই সবার জন্যই। এর নির্দিষ্ট কোনো দিনক্ষনেই। তাই সাইবার স্পেসে সকলকেই নিরাপদ থাকতে হবে।
এসময় তিনি বলেন, অনলাইনে যে কোনো কিছু দেখা মাত্রই শেয়ার করা, বিশ্বাস করা থেকে বিরত থাকতে হবে, সত্যতা যাচাই করতে হবে। এছাড়া সাইবার হাইজিনের উপর গুরুত্বারোপ করেন তিনি।
বিভি/ এসআই
মন্তব্য করুন: