• NEWS PORTAL

  • রবিবার, ২০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ইলন মাস্ককে ৯০ কার্যদিবসের মধ্যে স্টারলিংক চালুর আমন্ত্রণ প্রধান উপদেষ্টার

প্রকাশিত: ১৭:৪৪, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৭:৪৬, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

ফন্ট সাইজ
ইলন মাস্ককে ৯০ কার্যদিবসের মধ্যে স্টারলিংক চালুর আমন্ত্রণ প্রধান উপদেষ্টার

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের শীর্ষ ব্যবসায়ী এবং স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। একইসঙ্গে দেশে স্টারলিংক স্যাটেলাইট সেবা ৯০ কার্যদিবসের মধ্যে চালুর প্রস্তাব দিয়েছেন তিনি। 

বুধবার (১৯ ফেব্রুয়ারি) মাস্ককে পাঠানো এক চিঠিতে প্রধান উপদেষ্টা উল্লেখ করেন যে, তার বাংলাদেশ সফর দেশের তরুণ-তরুণীদের সঙ্গে সাক্ষাতের সুযোগ করে দেবে, যারা এই অগ্রণী প্রযুক্তির অন্যতম প্রধান সুবিধাভোগী হবে।

এ ছাড়াও প্রধান উপদেষ্টা তার প্রতিনিধি ড. খলিলুর রহমানকে ইলন মাস্কের স্পেসএক্স টিমের সঙ্গে নিবিড়ভাবে সমন্বয় করতে বলেন, যাতে আগামী ৯০ কর্মদিবসের মধ্যে বাংলাদেশে উৎক্ষেপণে স্টারলিংককে প্রস্তুত করার প্রয়োজনীয় কাজ সম্পন্ন করা যায়।

চিঠিতে প্রধান উপদেষ্টা বলেন, ‘আসুন, একটি উন্নত ভবিষ্যৎ গড়ে তুলতে আমরা একসাথে কাজ করি।’ চিঠিতে আরও বলা হয়, ‘বাংলাদেশের অবকাঠামোর সাথে স্টারলিংকের সংযোগ যুক্ত করা হলে বিশেষ করে দেশের উদ্যমী যুবসমাজ, গ্রামীণ ও সুবিধাবঞ্চিত নারী এবং প্রত্যন্ত ও অনগ্রসর জনগোষ্ঠীর জন্য তা বৈপ্লবিক পরিবর্তন বয়ে আনবে।’

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2