• NEWS PORTAL

  • রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

হ্যাকারদের নিশানায় ৩০০ কোটি  ইমেইল অ্যাকাউন্ট (ভিডিও)

প্রকাশিত: ১৫:৪৪, ২৬ এপ্রিল ২০২৫

আপডেট: ১৬:০৫, ২৬ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ

প্রতিদিনের ব্যক্তিগত কিংবা ব্যবসায়িক তথ্য আদান-প্রদানে ইমেইলের বিকল্প মেলানো দুস্কর। ১৫ জিবি পর্যন্ত ফ্রি এই সেবাটির পৃথিবী ব্যাপী ব্যবহারকারী ৩ মিলিয়ন।

সম্প্রতি একটি বড় ইমেইল স্ক্যামের বিষয়ে ব্যবহারকারীদের সতর্ক করেছে জিমেইল। প্রতিষ্ঠানটি বলছে, হ্যাকাররা প্রতিনিয়তই নতুন নতুন পদ্ধতিতে সাইবার আক্রমণ চালিয়ে যাচ্ছে। তার মধ্যে ম্যালওয়ার আক্রমণ উল্লেখ্যযোগ্য। ধারণা করা হচ্ছে হ্যাকারদের নিশানায়  এবার ৩০০ কোটি ইমেইল।

ডেভেলপার নিক জোন তার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করেন। সেখানে তিনি লেখেন, “সম্প্রতি আমি একটি অত্যন্ত সুপরিকল্পিত সাইবার হামলার শিকার হয়েছি। সাইবার দৃষ্কৃতিকারীরা গুগলের ইনফ্রাস্ট্রাকচারের দূর্বলতা ভেঙে এই হামলা চালিয়েছে।”

ইমেইলটি এমনভাবে তার ইনবক্সে এসেছিলো, দেখে বোঝার উপায় নেই সেটি একটি ফিশিং লিংক। আসলে গুগল থেকে কোনো মেইল আসলে সেটি অ্যাড্রেস হবে ‍“account.google.com” কিন্তু নিজ জোনের কাছে যে মেইল আসে তার অ্যাড্রেস ছিলো ‍“sites.google.com”.

পোস্ট নজরে আসে গুগলের। নড়েচড়ে বসে গুগলের নিরাপত্তা বিভাগ। বিষয়টি নিয়ে বিস্তর গবেষণা করেছে গুগল।

ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, বিষয়টি নিয়ে গুগলের একজন মুখপাত্র বলেছেন,

আমরা এই ধরনের আক্রমণের বিষয়ে অবগত। ইতোমধ্যে সিকিউরিটি দূর্বলতাকে ঠিক করা হয়েছে। গুগল বলছে, এই ধরনের আক্রমণ থেকে বাঁচতে টু ফ্যাক্টর অথেনটিকেশন এবং পাসকি ব্যবহার করা দরকার। “

”গুগল আরও বলছে, প্রতিষ্ঠানটি কখনো কারো পাসওয়ার্ড, ওয়ান টাইম পাসওয়ার্ড জানতে চায় না  বা কনফার্ম পুস নোটিফিকেশনে ক্লিক করতে বলে না। “

বিশেষজ্ঞরা বলছেন, ৮০-৯৫ শতাংশ সাইবার অ্যাটাক শুরু হয় ফিশিংয়ের মাধ্যমে। ৮০ শতাংশ ফিশিং অ্যাটাকের মাধ্যমে লগইন তথ্য যেমন পাসওয়ার্ড চুরি করার চেষ্টা করা হয়।

তারা বলছেন, অনেক সময়ই দেখা যায় ইমেইলে হ্যাকাররা এক্সেসে নিয়ে রাখে কিন্তু ব্যবহারকারী বিষয়টি টেরই পায় না। অজান্তেই চুরি হয় অনেক তথ্য।  

বাঁচার উপায় কি?

# ন্যুনতম তিন মাস পর পর পাসওয়ার্ড পরিবর্তন করা

# যে কোনো লিংকে ক্লিক করা থেকে বিরত থাকা

# মেইলের সেন্ডার বা প্রেরকের তথ্য নিশ্চিত হওয়া

# সঠিক ডোমেইনের সঠিক নাম চেক করা

# ইমেইলে স্প্যাম ফিল্টার যুক্ত করা

# ইমেইলে ব্যক্তিগত তথ্য চাইলে তা এড়িয়ে চলা

পরিসংখ্যান বলছে, বিশ্বব্যাপী ৩ বিলিয়ন জিমেইলের ব্যবহারকারী রয়েছে যা পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় চল্লিশ শতাংশের মতো। সাধারণত ২৫-৩৪ বছরের বয়সীরাই বেশি জিমেইল ব্যবহারকারী বলে জানায় গবেষণাটি।

ক্লিন ইমেইলের ২০২৪ সালের তথ্য বলছে, বৈশ্বিক ইমেইল ক্লায়েন্ট মার্কেটের ২৭.৭৬ শতাংশ জিমেইলের দখলে। পরিসংখ্যান বলছে, বৈশ্বিক ইমেইল মার্কেটে

  • অ্যাপল মেইল: 54.04%
  • জিমেইল: 27.76%
  • আউটলুক: 7.46%
  • ইয়াহু মেইল: 2.77%
  • এবং অন্যান্য বিভিন্ন মেইল 8.3 শতাংশ বাজার দখল করে আছে।

 

 

 

বিভি/ এসআই

মন্তব্য করুন: