• NEWS PORTAL

  • সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

দাম কমলো অপো এ-৩এক্স স্মার্টফোনের 

প্রকাশিত: ১৮:০৬, ২৭ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
দাম কমলো অপো এ-৩এক্স স্মার্টফোনের 

দেশের বাজারে দাম কমলো অপো ব্র্যান্ডের জনপ্রিয় ও স্টাইলিশ স্মার্টফোন অপো এ৩এক্সের। এই ডিভাইসটির ৪জিবি র‌্যাম এবং ১২৮ জিবি রম ভ্যারিয়েন্ট এখন দেশের অপো অথোরাইজড আউটলেটগুলোতে মিলবে আরো কম দামে। ১ হাজার টাকা কম মূল্যে ডিভাইসটি এখন পাওয়া যাবে মাত্র ১৪,৯৯০ টাকায়। যেটির বাজারমূল্য আগে ছিল ১৫,৯৯০ টাকা।

এই মোবাইলে আছে মেলিটারি গ্রেড শক রেজিস্ট্যান্স- যেটি ১.২ মিটার ওপর থেকে পড়ে যাওয়া ফোনকেও ক্ষতি থেকে নিরাপত্তা দেয়। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ফোনটি সুরক্ষা পাওয়ায় ডেস্কে হাত থেকে নিচে পড়ে যাওয়া কিংবা স্মার্টফোনের ওপর দিয়ে মোটরসাইকেল চলে যাওয়া যেকোনো পরিস্থিতিতে ডিভাইস থাকে নিরাপদ। এত শক্ত গড়নের দারুণ স্মার্টফোনটি মোটেও পুরু নয় বরং বেশ স্লিক; ফোনটির ব্যাক কভার এবং ডিসপ্লেও উভয়ই দেখায় নান্দনিক।

‘অপো এ৩এক্স’ এ আরো আছে লিকুইড রেজিস্ট্যান্স। তাই কফি, দুধচা, স্যুপ অথবা যেকোনো তরল থেকে ফোন থাকে নিরাপদ। এছাড়া- ডিভাইসটির স্ল্যাশ টাচ টেকনোলজি বৃষ্টির পানিতে কিংবা ভিজা হাতে ফোনটি নির্বিঘ্নভাবে অপারেট করার সুযোগ করে দেয়, স্ট্রিমিং, মেসেজিং করা যায় কোনো বাধা ছাড়াই।

এই স্মার্টফোনে রয়েছে- ৪৫ ওয়াট সুপারভোগ ফ্ল্যাশ চার্জিং সুবিধাযুক্ত ৫,১০০এমএএইচ এর ব্যাটারি। ল্যাব টেস্টে দেখা যায়- ৩০ মিনিটেই ‘অপো এ৩এক্স’ এর ব্যাটারি ৫০ শতাংশ ব্যাটারি সক্ষমতা পূরণ করতে সক্ষম এবং ৭৪ মিনিটেই স্মার্টফোনটি পূর্ণ চার্জ সম্পন্ন করে।

আরো গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে- অপোর ৪ বছরের দীর্ঘস্থায়ী ব্যাটারি ডিজাইনের কারণে চার বছর পরেও সেলগুলো ৮০ শতাংশ সক্ষমতা ধরে রাখতে পারে। এছাড়া এই ফোনের স্মার্ট চার্জিং ফিচার বুদ্ধিবৃত্তিকভাবে ব্যবহারকারীর চার্জিং অভ্যাস রপ্ত করে এবং ফোনের ব্যাটারি কার্যক্ষম রাখতে ভূমিকা পালন করে।

অপো এ৩এক্স-এ ১,০০০ নিটসের পিক ব্রাইটনেস রয়েছে, যা সরাসরি সূর্যালোকের মধ্যেও স্ক্রিনের স্পষ্টতা নিশ্চিত করে। এর ফলে ব্যবহারকারীরা চোখের কোনো অসুবিধা ছাড়াই তাদের পছন্দের কনটেন্ট উপভোগ করতে পারেন।

বিভি/এজেড

মন্তব্য করুন: