কাস্টম লিংক ব্যবহার করে যেভাবে ভিমিক্স থেকে লাইভ করবেন

শনিবার (১৫ জানুয়ারি) সকাল থেকে লাইভ ভিডিও স্ট্রিমিং সফটওয়্যার ভিমিক্স ব্যবহার করে লাইভ করা সম্ভব হচ্ছে না। কোন পেজেও নেই আগের করা ভিডিও। বিশ্বব্যাপী বেকায়দায় পড়েছেন ভিমিক্স-এর কোটি কোটি ব্যবহারকারী।
ভিমিক্স কর্তৃপক্ষ জানিয়েছে, ফেসবুকের অটো-পলিসির কারণে বিশ্বব্যাপী ব্যবহারকারীরা এই সমস্যায় পড়েছেন। সমস্যার সমাধানে কাজ করছে তারা।
যারা ভিমিক্স ব্যবহার করে লাইভ করবেন, তাদের জন্য বিকল্প পদ্ধতি জানিয়েছে ভিমিক্স। প্রতিষ্ঠানটি একটি কাস্টম আরটিএমপি লিংক সরবরাহ করেছে। আপতাত এই লিংক ব্যবহার করে লাইভ স্ট্রিমিং করা যাবে।
লিংকঃ (https://www.vmix.com/knowledgebase/article.aspx/272/streaming-to-facebook-live-manually-using-custom-rtmp-server)
এই লিংক ব্যবহার করে যেভাবে লাইভ স্ট্রিমিং সেটিংস করবেন তার বিস্তারিত মিলবে এই লিংকেঃ (https://www.vmix.com/knowledgebase/article.aspx/272/streaming-to-facebook-live-manually-using-custom-rtmp-server)
তবে, ভিমিক্স ব্যবহার করে লাইভ করা আগের ভিডিওগুলো ফিরে পেতে এখনো কোন নির্দেশনা জানায়নি ভিমিক্স।
বিভি/এসআই/এসডি
মন্তব্য করুন: