গুগল প্লে-স্টোরে ভুয়া ব্যাংকিং অ্যাপ

অ্যান্টিভাইরাস অ্যাপ হিসাবে গুগল প্লে-স্টোরের নিরাপত্তাকে ফাঁকি দিয়ে প্লে-স্টোরে জায়গা করে নিয়েছে শার্কবুট নামে অ্যান্ড্রয়েড ব্যাংকিং ট্রোজেন।
শার্কবুট (টিবুট, ফ্লুবুট এবং ওসকোর্প) ম্যালওয়ারের মতো এমন একটি ফাইন্যান্সিয়াল ট্রোজেন যা টার্গেটকৃত ডিভাইস থেকে তথ্য যেমন ব্যাংকিং ইনফরমেশন, পাসওয়ার্ড ইত্যাদি হাতিয়ে নিতে সক্ষম এমনকি মানি ট্রানজেকশনেও ওস্তাদ এই শার্কবুট। বিশেষজ্ঞরা বলছেন, (এটিএস) অটোমেটিক মানি ট্রান্সফার পদ্ধতির মাধ্যমে শার্কবুট আনঅথোরাইজড ট্রানজেশনে সক্ষম।
সাইবার সিকিউরিটি ফার্ম এনসিসি গ্রুপ বলছে, এটিএস ফিচার ম্যালওয়ারকে প্রয়োজনীয় তথ্য পেতে সহায়তা করে, যা মানি ট্রানজেকশনের পথকে আরও সুগম করে দেয়।
আরও পড়ুন:
দ্য হ্যাকার নিউজ.কম বলছে, গুগল প্লে স্টোরে ফেব্রুয়ারি ১০-২০২২ পর্যন্ত যে সমস্ত ক্ষতিকর অ্যাপস ছিলো, ব্যবহারকারীরা এই সমস্ত অ্যাপ ৫৭,০০ বার ডাউনলোড করেছে।
• Antivirus, Super Cleaner (com.abbondioendrizzi.antivirus.supercleaner) – 1,000+ installs
• Atom Clean-Booster, Antivirus (com.abbondioendrizzi.tools.supercleaner) – 500+ installs
• Alpha Antivirus, Cleaner (com.pagnotto28.sellsourcecode.alpha) – 5,000+ installs, and
• Powerful Cleaner, Antivirus (com.pagnotto28.sellsourcecode.supercleaner) – 50,000+ installs
এসব অ্যাপ ব্যবহার করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন সাইবার বিশেষজ্ঞরা।
বিভি/এসআই/এএন
মন্তব্য করুন: