হঠাৎ পৃথিবীতে ঢুকে পড়েছে একটি গ্রহাণু, আতঙ্কিত বিজ্ঞানিরা

পুরোনো ছবি
গত ১১ মার্চ পৃথিবীর দিকে ছুটে আসা একটি গ্রহাণু দেখতে পান একজন জ্যোতির্বিজ্ঞানী। কিন্তু ততক্ষণে সময় প্রায় শেষ। মাত্র ২ ঘণ্টার মধ্যেই সেটি ঢুকে পড়েছিল পৃথিবীর বায়ুমণ্ডলে। তবে এতে কোনো ক্ষতির খবর পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছেন বিজ্ঞানীরা। খবর নাসা ও আর্থ স্কাই-এর।
A few hours ago, newly-discovered #asteroid 2022 EB5 collided with Earth near Iceland at a speed of 18.5 km/s.
— Tony Dunn (@tony873004) March 12, 2022
This asteroid was too small to cause damage.https://t.co/Z54nkNUL9D pic.twitter.com/EHzDsAnqkK
সংস্থা দুটি তাদের ওয়েবসাইটে জানায়, জ্যোতির্বিজ্ঞানী ক্রিশ্চিয়ান সারানিতস্কি শ্মিট টেলিস্কোপ ব্যবহার করে বেসকিস্তু পর্বত স্টেশনে ছোট পাথুরে বস্তুটিকে দেখতে পান। কিন্তু ততক্ষণে অনেকটা দেরি হয়ে গিয়েছিল। কারণ তিনি হিসেব করে দেখেন যে, আর মাত্র ২ ঘণ্টার মধ্যেই পৃথিবীতে আছড়ে পড়তে চলেছে ওই গ্রহাণুটি।
স্বাভাবিকভাবেই এমন গ্রহাণুর ছুটে আসার খবর আতঙ্কিত করার কথা বিজ্ঞানীদের। সেদিন তেমনটাই হয়েছিল জ্যোতির্বিজ্ঞানীদের। কারণ গ্রহাণু বিপজ্জনক শিলা যা মহাকাশে ভাসতে ভাসতে কোনো কোনোটি পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্যে ঢুকে পড়ে। আর বড় আকারের গ্রহাণু পৃথিবীতে প্রবেশ করলে গোটা মানব সভ্যতাও ডাইনোসরের মতো নিমিষেই নিশ্চিহ্ন হয়ে যেতে পারে। তা না হলেও এক বা একাধিক বড় জনপদ ধ্বংস হয়ে যেতে পারে বলে শঙ্কা বিজ্ঞানীদের।
5th Earth impactor from Piszkéstető Obs: 2022 EB5
— Stefan Kurti (@KurtiStefan) March 12, 2022
Yesterday at 19:24 UT an unknown moving objects of 17 mag was found by K. Sárneczky on images from 0.6-m Schmidt telescope. Acquired data 30 min later showed that it was going to collide with Earth in 2 hours time. pic.twitter.com/NdLUcF1MnM
তাৎক্ষণিক ওই গ্রহাণুটি 2022 EB5 বলে চিহ্নিত করেন জ্যোতির্বিজ্ঞানীরা। এটি মাত্র ১০ ফুট চওড়া ছিল এবং প্রতি ঘণ্টায় ৬৬০ মাইল বেগে পৃথিবীর দিকে ধেয়ে আসছিল বলেও জানতে পারেন তারা। ঠিক দুই ঘণ্টা পর গ্রহাণূটির পৃথিবীর মাটিতে আঘাত হানার বিষয়ও নিশ্চিত হন বিজ্ঞানীরা। এর পরেও যেহেতু বড় কোনো ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি তাই সহজেই আন্দাজ করা যায় যে, সেটির আঘাতে কোনও বিপদই ঘটেনি সেদিন।
জ্যোতির্বিজ্ঞানী ক্রিশ্চিয়ান সারানিতস্কি জানান, ওই শিলাটি (2022 EB5) পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকেই বাতাসের ঘর্ষণে জ্বলে ওঠে আর পৃথিবীর মাটি স্পর্শ করার আগেই পুড়ে যায়। যার ফলে এর কোনো চিহ্ন অবশিষ্ট নেই।
এদিকে, 2022 EB5 পৃথিবীতে প্রবেশের পর তৈরি উজ্জ্বল উল্কাটি দেখেছেন এমন কাউকে খুঁজছে আন্তর্জাতিক উল্কা সংস্থা। আইসল্যান্ডের কিছু মানুষ একটি উজ্জ্বল আলোর ঝলকানি দেখেছে বলে দাবিও করেছে ইতোমধ্যে।
আইসল্যান্ড এবং নরওয়ের আশেপাশে বাসবাসকারী কেউ উল্কাটি দেখে থাকলে জানাতেও আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক উল্কা সংস্থা।
বিভি/কেএস
মন্তব্য করুন: