অধিকাংশ সাইবার হামলার সূত্রপাত হয় ই-মেইলের মাধ্যমেঃ ট্রেন্ড মাইক্রো

ট্রেন্ড মাইক্রোর বরাতে টেকরাডার বলছে, বিশ্বজুড়ে সাইবার হামলার ৭৫ শতাংশ একটি ই-মেইল পাঠানোর মাধ্যমে হয়ে থাকে। ট্রেন্ড মাইক্রোর প্রতিবেদনে বলা হয়েছে, কোভিড-১৯ এর সময় ঘরে বসে অফিস ব্যবসা পরিচলনার সময় এই হামলা বেশি হয়েছে।
সাইবার হামলাকারীদের এই পদ্ধতি একেবারে নতুন নয়। হ্যাকাররা, কোনো একটি টার্গেট প্রতিষ্ঠানের সিস্টেমে অনুপ্রবেশের জন্য কর্মীদের টার্গেট করে বিভিন্ন ধরনের ফিশিং মেইল পাঠানো হয়। কোনো একজন কর্মী যদি ভুল করেও ঔ মেইলে ক্লিক করে তাহলেই বিপদ, লিংকের মাধ্যমে ম্যালওয়ার ছড়িয়ে পড়ে পুরো সিস্টেমে।
ট্রেন্ড মাইক্রোর থ্রেট ইন্টেলিজেন্স বিভাগের ভাইস প্রেসিডেন্ট জন ক্লে বলেন, বিশেষ করে ব্যবসায়িক বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা চালানো হয়। এর মাধ্যমে হ্যাকাররা বেশি মুনাফা লাভের আশা করে। ক্লে বলেন, এসব হামলাকারীরা যে কোনো পদ্ধতিই ব্যবহার করুক না কেনো, তাদের পদ্ধতি সম্পর্কে আমরা অবগত।
তিনি বলেন, এসব আক্রমণ থেকে রক্ষা পেতে প্রতিষ্ঠানের কর্মীদের ফিশিং লিংক সম্পর্কে প্রশিক্ষণ প্রদানসহ নিজেদের সুরক্ষিত রাখতে শক্তিশালি সাইবার টিম গঠন করতে হবে।
ট্রেন্ড মাইক্রোর পরিসংখ্যান বলছে, বর্তমানে বিজনেস ই-মেইল ব্যবহারের মাধ্যমে মোট হামলার ৪৭ শতাংশ পরিচালিত হয়, ২০২০ সালে যার হার ছিল ২৩ শতাংশ।
বিভি/এসআই/রিসি
মন্তব্য করুন: