৫ হাজার কোটি ডলারের সেমিকন্ডাক্টর বিল অনুমোদন দিল মার্কিন সিনেট

দীর্ঘদিন আলোচনা-সমালোচনা শেষে সোমবার যুক্তরাষ্ট্রের সিনেট সেমিকন্ডাক্ট্রর খাতে পাঁচ হাজার দুই’শ কোটি ডলারের বিল অনুমোদন দিয়েছে। সিনেটের উচ্চকক্ষে বিলটি ৬৮-২৮ ভোটে পাশ হয়।
রয়টার্স এর প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউজ মুখপাত্র জেন সাকি বলেন, নিজস্ব পণ্য তৈরি, সরবরাহ চেইন শক্তিশালী করা এবং সমকক্ষ দেশগুলোকে টেক্কা দিতে এই বিল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
‘দ্য কমপিট অ্যাক্টে’র মোট বরাদ্দকৃত অর্থের মধ্যে ৩ হাজার ৯০০ কোটি ডলার ভর্তুকি যাবে সরাসরি নতুন ফ্যাব্রিকেশন ফ্যাসিলিটি খাতে। জানা গেছে যেসব কোম্পানি এসব ভর্তুতি পারে সেসব কোম্পানি ইতিমধ্যে কারখানা নির্মাণ শুরু করে দিয়েছে। ইন্টেল ওহাইওতে এবং টিএমএমসি অ্যারিজোনায় ফাউন্ড্রি কারখানা নির্মাণ শুরু করেছে। এসব কারখানাতে ২০২৪ সালে শুরু হবে সেমিকন্ডাক্টর নির্মাণ।
ডেমোক্র্যাট এক আইনপ্রণেতার সহকারী জানান, বিলটি নিয়ে প্রতিনিধি পরিষদে শিগগিরিই কনফারেন্স হবে এরপর সিনেটে পাঠানো হবে। বিলটি গ্রীষ্মের মধ্যেই চূড়ান্ত অনুমোদন পাবে বলে প্রত্যাশা তাঁর।
গত বছর করোনার শুরু থেকেই সেমিকন্ডাক্ট্রর শিল্পে ধ্বংস নামে। তখন থেকেই কম্পিউটার সামগ্রীসহ গেম, কনসোল ইত্যাদির দাম তুলনামূলক বাড়তে থাকে।
বিভি/এসআই
মন্তব্য করুন: