• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

হঠাৎই বন্ধ হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট

প্রকাশিত: ১৩:৪৬, ৩ এপ্রিল ২০২২

ফন্ট সাইজ
হঠাৎই বন্ধ হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট

কোনো আগাম সতর্কবার্তা বা কারন ছাড়াই অনেকের ফেসবুক অ্যাকাউন্ট ডিজেবল হয়ে যাচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে সমপ্রতি এমন অভিযোগ পাওয়া গেছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, কেন বা কি কারনে ফেসবুক অ্যাকাউন্টগুলো বন্ধ করা হয়েছে তাও জানানো হয়নি ব্যবহারকারীকে।

বন্ধ হওয়া অ্যাকাউন্টগুলোতে লগইন করার চেষ্টা করলে একটি ইংরেজি বার্তা দেখাচ্ছে যার বাংলা অর্থ দাড়ায়, ‘আমাদের কমিউনিটি মান অনুসরণ না করায় আপনার অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় করা হয়েছে।

স্বাভাবিকভাবে একজন ব্যবহারকারী যখন ছবি, ভিডিও, পোস্ট করে তখন যদি সেসমস্ত পোস্ট গুলি কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করে তাহলে ফেসবুক সাময়িকভাবে উক্ত একাউন্টগুলি ডিজেবল করে রাখে। নির্দিষ্ট মেয়াদান্তে আবার তা ব্যবহারকারীকে ফিরিয়ে দেওয়া হয়।

কিন্তু এসব অ্যাকাউন্ট ঠিক কি কারনে বন্ধ করা হয়েছে জানায়নি ফেসবুক।

টুইট বার্তায় ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার যোগাযোগ পরিচালক অ্যান্ডি স্টোন জানান, বিষয়টি জানতে পেরে অ্যাকাউন্ট বন্ধ হওয়ার কারণ অনুসন্ধান শুরু করেছে ফেসবুক কর্তৃপক্ষ। তবে বিশ্বজুড়ে কতজন ব্যবহারকারী সমস্যায় পড়েছেন, সে বিষয়ে কোনো তথ্য জানাননি তিনি।

বিভি/ এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2