ইন্টারনেট ছাড়াই যেভাবে জিমেইল ব্যবহার করবেন

স্কুল, কলেজ, অফিস আদালত থেকে শুরু করে জিমেইল এর ব্যবহার অনস্বীকার্য্। অনেক সময়ই নেটের সমস্যার কারনে জিমেইল ব্যবহারে সমস্যা হয়। তবে একটু পদ্ধতি অবলম্বন করলেই ইন্টারনেট ছাড়াও প্রয়োজনীয় কাজ সাড়তে পারেন জিমেইলে। এই পদ্ধতিতে পুরোনো জিমেইল পড়ার পাশাপাশি পাঠানো যাবে নতুন মেইল।
এই পদ্ধতিতে কাজ করার জন্য আপনাকে প্রথমে জিমেইলের অফলাইন মুড নির্বাচন করতে হবে। আপনার জিমেইল ওপেন থাকা অবস্থায় প্রথমে https://mail. google. com/mail/u/0/#settings/offline ঠিকানায় প্রবেশ করতে হবে। তারপর Enable offline mail অপশনে টিক চিহ্ন দিতে হবে।
তারপর After logging out of my Google account–এর নিচে থাকা যেকোনো একটি অপশন নির্বাচন করুন। যদি Keep offline data on my computer নির্বাচন করলে জিমেইল থেকে লগআউট হলেও কম্পিউটারে তথ্য থেকে যাবে, আর Remove offline data from my computer নির্বাচন করলে জিমেইল থেকে লগআউট হলেই অফলাইনে করা কাজের তথ্য মুছে যাবে।
পছন্দমতো যেকোন একটি নির্বাচনের পর সেভ চেঞ্জ এ ক্লিক করুন।
বিভি/ এসআই
মন্তব্য করুন: