আপত্তিকর পোস্ট সড়াতে দ্রুত পদক্ষেপ নেবে ফেসবুক: মোস্তাফা জব্বার

আপত্তিকর পোস্ট তাৎক্ষনিক সড়ানোর বিষয়ে আশ্বাস দিয়েছে ফেসবুক। সম্প্রতি ফেসবুকের উচ্চপর্যায়ের তিন সদস্যের একটি প্রতিনিধিদল ডাক ও টেলিযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের সাথে সৌজন্য সাক্ষাতকালে এই আশ্বাস দেন।
ফেসবুকের এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পাবলিক পলিসি বিষয়ক ভাইস প্রেসিডেন্ট সিমন মিলনার এর নেতৃত্বে দলটি বাংলাদেশে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও সাম্প্রদায়িকতার পোস্টসহ আপত্তিকর ছবি অপসারণে ফেসবুক তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবে বলে জানায় ।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের সাথে আজ বুধবার সচিবালয়ে ফেসবুকের উচ্চপর্যায়ের তিন সদস্যের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাতকালে এই আশ্বাস ব্যক্ত করে।
মোস্তাফা জব্বার ওটিপি গাইড লাইন, পারস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, বাংলাদেশ ফেসবুকের কার্যালয় স্থাপন সহ বিভিন্ন বিষয়ে ফেসবুকের প্রতিনিধি দলের সাথে আলোচনা হয়।
আলোচনায় ডাক ও টেলিযোগাযোগ সচিব মো: খলিলুর রহমান, বিটিআরসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসিম পারভেজ এবং ফেসবুকের বাংলাদেশ বিষয়ক পাবলিক পলিসি অ্যাফেয়ার্স কর্মকর্তা সাবনাম রশীদ দিয়া উপস্থিত ছিলেন।
বিভি/এসআই
মন্তব্য করুন: