টেলিগ্রাম-হোয়াটসঅ্যাপ ব্যবহারে লাগবে টাকা

হোয়াটস অ্যাপ-টেলিগ্রাম ব্যবহারে টাকা লাগতে পারে। জানা গেছে, টেলিগ্রাম ব্যবহারকারীদের জন্য নতুন পদক্ষেপ গ্রহনের কারনে এমনটি হতে পারে। মেসেজিং এই প্লাটফর্মটি প্রিমিয়াম ভার্সন আসছে, ফলে ব্যবহাকরকারীকে নির্দিষ্ট অর্থ পরিশোধ করে টেলিগ্রাম ব্যবহার করতে হবে।
প্রযুক্তি সংক্রান্ত আর্ন্তজাতিক অনেক গণমাধ্যম বলছে, টেলিগ্রাম এক্সক্লুসিভ নামে একটি নতুন ভার্সন চালু করছে টেলিগ্রাম, যার বিটা ভার্সন প্রকাম করেছে প্রতিষ্ঠানটি।
জানা গেছে, নতুন এই ভার্সনে রিঅ্যাক্ট ও রিঅ্যাক্টের বিকল্প আনছে পাভেল দুরভের সংস্থা যেখানে সাবক্রিপশনের স্পষ্ট ধারণা দেওয়া হয়েছে। সাম্প্রতিক সমেয় টেলিগ্রামের ডিজাইনে কিছু পরিবর্তন লক্ষ্য করা গেছে। ধারণা করা হচ্ছে শিগগিরই নতুন কিছু পরিবর্তন আসছে ম্যাসেজিং এই মাধ্যমে ।
টেলিগ্রামের পাশাপাশি হোয়াটসঅ্যাপেও পেইস সার্ভিস চালুর সংকেত মিলেছে। যদি তা বাস্তবে রুপ নেয় তাহলে হোয়াটসঅ্যাপ ব্যবহারেও টাকা লাগবে। এর আগে ‘ব্লু পেইড সাবস্ক্রিপশন প্ল্যান’ লঞ্চ করেছিল টুইটার
বিভি/এসআই
মন্তব্য করুন: