• NEWS PORTAL

  • রবিবার, ২০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

খরচ বাড়বে ইন্টারনেট ব্যবহারে

প্রকাশিত: ২০:৫৫, ৯ জুন ২০২২

ফন্ট সাইজ
খরচ বাড়বে ইন্টারনেট ব্যবহারে

এতদিন ইন্টারনেট ব্যবহারের জন্য গ্রাহককে উৎসে কর বা অগ্রীম কর (এআইটি) দিতে হতো না। এবারের বাজেট প্রস্তাবনায় গ্রাহকের ওপর ১০ শতাংশ উৎসে কর আরোপের প্রস্তাব দেওয়া হয়েছে। এই ঘোষণায় গ্রাহকের ইন্টারনেট খরচ বাড়বে বলে মনে করেন ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন আইএসপিএবির সভাপতি ইমদাদুল হক।

ইমদাদুল হক বলেন, ‘করপোরেট গ্রাহকরা সরাসরি এটা দিতে পারবেন। কিন্তু সমস্যা হবে বাসাবাড়ির গ্রাহকদের।’ তিনি জানান, গ্রাহক মাসে এক হাজার টাকা বিল দেওয়ার সময় ১০০ টাকা কেটে রেখে নিজে পরিশোধ করতে পারেন, বা আইএসপিএকে দিয়ে দিতে পারেন। আইএসপিগুলো চালানের মাধ্যমে সরকারকে দিয়ে দেবেন।’

আইএসপিএবির সভাপতি উল্লেখ করেন, গত ৭ এপ্রিল অনুষ্ঠিত ডিজিটাল টাস্কফোর্সের তৃতীয় বৈঠকে প্রধানমন্ত্রী উল্লেখ করেন— আই্এসপির কার্যক্রমকে আইটি বা আইটিইএস সেক্টরে অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করতে হবে। এটা হলে এই খাত কয়েক বছর করমুক্ত থাকতে পারতো। সেখানে নতুন করে ১০ শতাংশ উৎসে কর আরোপ করায় এই খাতে বিশৃঙ্খলা নিয়ে আসতে পারে।

বিভি/এনএ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2