ছবি তোলার সাথে সাথে প্রিন্টও হবে যে ক্যামেরায়

নিজের পছন্দমতো ছবি তুলতে এখন স্মার্টফোনের কোন বিকল্প নেই। গাড়িতে বসে প্রকৃতি কিংবা বিমানে বার্ড আই ছবি তোলার শখ পুরন করেন অনেকেই।
কিন্তু অনেক সময় দেখা যায়, সময় সুযোগের অভাবে এসব ছবি প্রিন্ট না করায় মোবাইল থেকেই একসময় হারিয়ে যায় সুন্দর এসব স্মৃতি।
এই সমস্যার সমাধান নিয়ে এলো জাপানের বিখ্যাত ক্যামেরা নির্মাতা প্রতিষ্ঠানর ফুজফিল্ম। একের পর এক উচ্চ প্রযুক্তি সম্পন্ন ক্যামেরা উদ্ভাবনে জনপ্রিয়তা বাড়াচ্ছে প্রতিষ্ঠানটি।
সম্প্রতি কোম্পানিটি বাজারে এনেছে ‘ইনস্ট্যাক্স মিনি ইভো’ নামের একটি ক্যামেরা যা দিয়ে ছবি তোলার সাথে সাথে প্রিন্ট করা যাবে। ক্যামেরাটির লেন্স ডায়াল এবং ফিল্ম ডায়ালের সাহায্যে উন্নতমানের তোলা ছবি প্রিন্ট লিভারের সাহায্যে ছবি তোলার সাথে সাথেই প্রিন্ট করা যাবে।
ক্যামেরাটিতে ১০০’র বেশি শুটিং মোড থাকায় দূর্দান্ত ফটোগ্রাফি করা সম্ভব। এতে রয়েছে ৩ ইঞ্চির এলসিডি মনিটর। ক্যামেরাটি কিনতে খরচ করতে হবে ২৮ হাজার টাকা।
বিভি/এসআই
মন্তব্য করুন: