• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

৫০ মিলিয়ন ডলার বাজেয়াপ্ত

ইন্টারপোলের অপারেশন `ফার্স্ট লাইট ২০২২`, আটক ২০০০ প্রকৌশলী 

শুভ ইসলাম

প্রকাশিত: ১২:২২, ১৮ জুন ২০২২

আপডেট: ১৩:৫৭, ১৮ জুন ২০২২

ফন্ট সাইজ
ইন্টারপোলের অপারেশন `ফার্স্ট  লাইট ২০২২`, আটক ২০০০ প্রকৌশলী 

ইন্টারপোল ‘ফার্স্ট লাইট ২০২২’ অপারেশনে ৫০ মিলিয়ন ডলার জব্দ করেছে। এছাড়া বিশ্বব্যাপী সোস্যাল ইঞ্জিনিয়ারিং স্ক্যামিংয়ের সঙ্গে জড়িত প্রায় এক হাজার জনকে আটক করেছে।

ব্লিপিং কম্পিউটার এর প্রতিবেদনে বলা হয়েছে, টেলিফোন ডিসেপশন, রোমান্স স্ক্যাম, বিজনেস মেইল কম্প্রোমাইজ (বিইসি) এবং মানি লন্ডারিংয়ের সঙ্গে জড়িতদের ধরতে ৭৬টি দেশের পুলিশকে সঙ্গে নিয়ে ইন্টারপোল ‘ফার্স্ট লাইট ২০২২’ নামে এই অপারেশন চালায়।

সোস্যাল ইঞ্জিনিয়ারিং বলতে মূলত মানুষকে মনস্তাত্ত্বিকভাবে কার্য সম্পাদনের জন্য ব্যবহার অথবা গোপনীয় তথ্য প্রকাশকে বোঝায়, যেখানে টার্গেট ব্যাক্তি বা বস্তুকে হিউম্যান ইন্টার‌্যাকশনের মাধ্যমে সংবেদনশীল তথ্য প্রকাশে ম্যানিপুলেট করা হয়।

এই পদ্ধতিতে আক্রমণকারীরা একটি বিশ্বস্ত/বাস্তবসম্মত হুক তৈরি করে ফোন বা ই-মেইলে টার্গেট ব্যাক্তিকে ম্যানিপুলেট করে থাকে। 

এফটিসি বলছে, যুক্তরাষ্ট্র ২০২১ সালে রোমান্স স্ক্যামে জড়িয়ে ৫৪৭ বিলিয়ন ডলার হারিয়েছে, যেখানে এফবিআই সূত্র বলছে, বিইসি স্ক্যামের কারণে ২.৪ বিলিয়ন ক্ষতি হয়েছে।

অপারেশন ফার্স্ট লাইট-২০২২: 

এই অপারেশনে ইন্টারপোল অর্থ সংক্রান্ত ক্রাইম, রোমন্স স্ক্যাম, ইমেইল ডিসেপশন, স্ক্যামিং ফ্রডস এবং টেলিফোন ডিসেপশনকে টার্গেট করে কাজ করে। এই অপারেশনে:
•    বিশ্বব্যাপী ১৭৭০ লোকেশন চিহ্নিত করা হয়েছে। 
•    প্রায় ৩০০০ দোষী শনাক্ত করা হয়েছে। 
•    ২০০০ স্ক্যামারসকে আটক করা হয়েছে। 
•    প্রায় ৪০০০ অ্যাকাউন্টকে ফ্রিজ করা হয়েছে। 
•    ৫০ মার্কিন ডলার সমমূল্যের অবৈধ অর্থ আটক করা হয়েছে। 

ইন্টারপোলের এই অপারেশনে হাইলাইটেড অনেক বিষয়ের মধ্যে পঞ্জি-লাইক জবের মাধ্যমে প্রতারণা দায়ে অনেককে আটক করা হয়েছে। 

“অপারেশন ফার্স্ট লাইট ২০২২-এর অংশ হিসাবে, সিঙ্গাপুর পুলিশ ফোর্স পঞ্জির মতো চাকরির কেলেঙ্কারীর সাথে যুক্ত আট সন্দেহভাজনকে গ্রেফতার করেছে। স্ক্যামাররা সোশ্যাল মিডিয়া এবং মেসেজিং সিস্টেমের মাধ্যমে উচ্চ পেমেন্টের অনলাইন মার্কেটিং কাজের অফার করে যেখানে ক্ষতিগ্রস্তরা প্রাথমিকভাবে অল্প আয় করে এবং পরবর্তীতে কমিশনের জন্যআরো সদস্য নিয়োগ করতে বলা হয়। ”- ইন্টারপোল। 

ইন্টারপোল বলছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে মানব পাচার উল্লেখযোগ্য হারে বেড়েছে। এসব মাধ্যমে স্ক্যামাররা উচ্চ মূল্যের চাকরি অফার দিয়ে থাকে। যারা এসব ফাঁদে পড়েন তারা ফোর্সড লেবার, সেক্সুয়াল স্লেভারি, ক্যাসিনোতে আটকা পড়েন। 
 


   

বিভি/এসআই/এনএ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2