কম ডেটা খরচে মোবাইল ইন্টারনেট ব্যবহারের উপায়

স্মার্টফোনে থাকা কিছু অ্যাপ ব্যবহার না করলেও নিয়মিত ইন্টারনেট ডেটা খরচ করতে থাকে। তাই কিছু পদ্ধতি অবলম্বন করলে কম ডাটা খরচে ইন্টারনেট ব্যবহার করা যায়।
স্মার্টফোনের Settings অপশনের সার্চ বারে Mobile Data Usage লিখুন। এখানে ব্যবহৃত অ্যাপস গুলো দেখা যাবে। যেকোন একটি অ্যাপকে ট্যাপ করুন।
Forground ও Background ডেটা খরচ দেখতে পাবেন। ফরগ্রাউন্ড হরো কত ডেটা ব্যবহার হয়েছে সেটা, আর ব্যাকগ্রাউন্ড হলো বর্তমানে এই অ্যাপ কত ডেটা ব্যবহার করেছে। এখন Allow background data usage বা Background data অপশনের পাশের বাটন চেপে বন্ধ করলেই অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবে ডেটা খরচ করতে পারবে না।
ফলে ইন্টারনেট ডেটা খরচ কম হবে।
বিভি/এসআই
মন্তব্য করুন: