যে আপডেট না করলে কম্পিউটার অচল হয়ে যাবে!

মাইক্রোসফট তার ব্যবহারকারীদের একটি বড়সড় দুঃসংবাদ দিলো। সংস্থাটি বলছে, আগামী বছরের শুরুতে কম্পিউটার নাও চলতে পারে।
সম্প্রতি মাইক্রোসফট এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রতিষ্ঠানটি ২০২৩ সালের ১০ জানুয়ারি থেকে Windows 8.1 OS এর সাপোর্ট বন্ধ করে দেবে। ফলে Windows 8.1 OS অপারেটিং সিস্টেম ব্যবহারকারীরা আর কম্পিউটার চালাতে পারবেন না।
Windows 8.1 এর ক্ষেত্রে সফটওয়্যার আপডেট, টেকনিক্যাল সাপোর্ট, এবং সিকিউরিটি আপডেট দেওয়া হবে। সমস্যা এড়াতে মাইক্রোসফট বলছে, যত দ্রুত সম্ভব সিস্টেম আপডেট করে OS 11 করতে হবে। অথবা উইন্ডোজ 11 কাজ করবে এমন সিস্টেম ব্যবহার করতে হবে।
মাইক্রোসফট এর প্রকাশিত একটি FAQ থেকে জানা যায়, জানুয়ারির পর যদি কোন সিস্টেমে OS 8.1 থাকে তাহলে ম্যালওয়্যার বা কোনো ভাইরাস হামলা চালাতে পারে।
Windows 8.1 সার্ভিস দেওয়া বন্ধ করার অর্থ, ওই OS সম্পূর্ণ কাজ করা বন্ধ করে দেবে। এমনকী, ১০ জানুয়ারির পর Microsoft 365 অ্যাপ্লিকেশন কাজ করা বন্ধ হবে। ফলে কারোর যদি Windows 8.1 এ office 365 অ্যাপ্লিকেশন ইনস্টল থাকে তাহলে তিনি আর ব্যবহার করতে পারবেন না।
বিভি/এসআই
মন্তব্য করুন: