পাঁচ ঘন্টা ইন্টারনেট ব্যবহারে ভোগান্তিতে পড়বেন গ্রাহক

SEA-ME-WE-5(SMW5) কনসোর্টিয়ামের পক্ষ থেকে আগামী ৩০ জুলাই, ২০২২ খ্রি. তারিখে বাংলাদেশ সময় রাত ০২:০০ ঘটিকা থেকে সকাল ০৭:০০ ঘটিকা পর্যন্ত অর্থাৎ ০৫ (পাঁচ) ঘন্টা সময় SEA-ME-WE-5 সাবমেরিন ক্যাবলের রক্ষণাবেক্ষণ কাজ করার পরিকল্পনা করা হয়েছে।
উল্লিখিত সময়কালে SMW5 সাবমেরিন ক্যাবলের মাধ্যমে কুয়াকাটা ল্যান্ডিং স্টেশনে টার্মিনেটেড সকল সার্কিট বন্ধ থাকবে। তবে SEA-ME-WE-4 সাবমেরিন ক্যাবলের সার্কিটগুলি যথারীতি চালু থাকবে। রক্ষণাবেক্ষণ কাজ চলাকালীন সময়ে ইন্টারনেট গ্রাহকগণ সাময়িকভাবে ইন্টারনেটের ধীরগতির সম্মুখীন হতে পারেন।
সাময়িক অসুবিধার জন্য বিএসসিসিএল কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।
বিভি/এসআই
মন্তব্য করুন: