• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

যেভাবে জানবেন আপনার ভোটার আইডির বিপরীতে কতটি সিমকার্ড সচল (ভিডিও)

প্রকাশিত: ১৯:২০, ২৪ জুলাই ২০২২

আপডেট: ১৯:৪৮, ২৪ জুলাই ২০২২

ফন্ট সাইজ

নিজের নামে কতটি সিম নিবন্ধিত তা অনেকেরেই জানা নাই। এতে অনেকেই বিড়ম্বনায় পড়েন। অনেক সময় দেখা গেছে নিজের নামে নিবন্ধিত কোন মোবাইল সিম অন্যকেউ ব্যবহার করেন, ঘটান নানান অপকর্ম শেষে দায়বার পড়ে আপনার উপর। অথচ আপনি জানেনই না, এই সিমকার্ড আপনার নামে নিবন্ধিত। 

তাই মোবাইল ব্যবহারকারী মাত্রই আপনার জানা থাকা আবশ্যক যে আপনার ভোটার আইডির বিপরীতে কতটি মোবাইল সিম সচল রয়েছে। 
যা করতে হবে:
•    আপনার হাতে থাকা স্মার্টফোনে *১৬০০১# ডায়াল করুন
•    এরপর যে ডায়ালগ বক্স আসবে সেখানে আপনার ভোটার আইডির শেষ চার ডিজিট (সংখ্যা ) লিখুন। 
•    কিছুক্ষন পর একটি এসএমএস এর মাধ্যম আপনাকে জানিয়ে দেয়া হবে আপনার ভোটার আইডির বীপরিতে কতটি মোবাইল সিম কার্ড সচল রয়েছে। 

যদি দেখেন, আপনার ভোটার আইডির বিপরীতে এমন কোন নাম্বার আছে যা আপনি ব্যবহার করেন না বা আপনার নয়, তাহলে দ্রুত নিকটস্ত থানায় গিয়ে জিডি করে পরবর্তী প্রক্রিয়া অনুসরণ করে উক্ত নাম্বার বন্ধ করে দিন। তানা হলে পরবর্তীতে আপনিও বিপদে পড়তে পারেন। 
 

বিভি/এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2