রাষ্ট্রায়ত্ত্ব টেলিটকের সাবেক ব্যবস্থাপকের ১২ বছরের কারাদণ্ড

টেলিটক বাংলাদেশ লিমিটেডের সাবেক ব্যবস্থাপক (চাকরিচ্যুত) শাহ মো. জোবায়েরকে ১২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। রবিবার (১৪ আগস্ট) ঢাকার ৮ নম্বর বিশেষ দায়রা জজ আদালতের বিচারক মো. বদরুল আলম ভুঞা এ রায় ঘোষণা করেন।
পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছে। আসামিকে ১১ কোটি ৫০ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে যা রাষ্ট্রের অনুকুলে বাজেয়াপ্ত করার নির্দেশ দেন আদালত।
জানা গেছে, ২০১৭ সালের ৩ অক্টোবর ৫ কোটি ৭৪ লাখ ৭০ হাজার ৬৮৭ টাকা অন্যত্র স্থানান্তর করার অভিযোগে দুদকের উপ-পরিচালক নাসির উদ্দিন তার বিরুদ্ধে মামলাটি করেন।
বিভি/এসআই
মন্তব্য করুন: