• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

পৃথীবিতে থেকেও নিজের কন্ঠস্বর মঙ্গলে শোনার পদ্ধতি 

প্রকাশিত: ১৭:৪৫, ১৮ আগস্ট ২০২২

আপডেট: ১৭:৫৪, ১৮ আগস্ট ২০২২

ফন্ট সাইজ
পৃথীবিতে থেকেও নিজের কন্ঠস্বর মঙ্গলে শোনার পদ্ধতি 

আপনার কণ্ঠস্বর যদি মহাকাশের অন্যান্য গ্রহে শোনা যায়, তাহলে তা কেমন লাগবে ভেবে দেখেছেন কখনও? নাসা এবার এমনই একটি প্রোগ্রাম ডেভেলপ করেছে, যার দ্বারা মঙ্গল গ্রহে আপনার কণ্ঠস্বর কেমন শুনিয়েছে, তা পৃথিবীতে বসে আপনি জানতে পারবেন।

সেই ডেটা সংগ্রহ করবে নাসার পারসিভারেন্স রোভার, যা মঙ্গলে আপনার শব্দের রেপ্লিকেট করবে। পাশাপাশি স্পেস এজেন্সিটির কাছে রয়েছে একটি অনলাইন টুল, যার মাধ্যমে মানুষ নিজের বাড়িতে বসেই মঙ্গল গ্রহে তাঁদের শব্দের অনুকরণও করতে পারবেন। 

কিভাবে?

প্রথমে নাসার অফিসিয়াল ওয়েবসাইটের https://mars.nasa.gov/mars2020/participate/sounds/?voice=true এই লিংকটি কপি করে যে কোন একটি ব্রাউজারে পেস্ট করে এন্টার বাটন চাপুন। 

নতুন যে স্ক্রিনটি আসবে সেখানে ভয়েস রেকর্ডার দেখা যাবে। এই রেকর্ডারের উপর চেপে ধরে সব্বোর্চ্চ ১০ সেকেন্ড আপনার ভয়েসটি রেকর্ড করা যাবে। 
রেকর্ড শেষ হলে পৃথীবির রেকর্ডকৃত ভয়েস এবং মঙ্গল গ্রহে সেটি শুনতে কেমন লাগবে তা শোনার একটি প্লেয়ার দেখা যাবে। 
চাইলে শুনাও যাবে অথাব ডাউনলোড ও করে নেওয়া যাবে। 


 

বিভি/এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2