প্রতিটি মেইল খুলতে লাগবে পাসওয়ার্ড, হবে না ডাউনলোড, ফরোয়ার্ড কিংবা কপি

জিমেইল তার গ্রাহকের জন্য নতুন সুবিধা চালু করেছে। কনফিডেন্সিয়াল মোড। এই মোডে কোন মেইল পাঠালে কেউ আপনার মেইলি পাসওয়ার্ড ছাড়া খুলতে পারবে না। আপনি চাইলে নির্দিষ্ট সময় পর মেইল মেইলটি মুছে করে দিতে পারেন।
যেভাবে কনফিডেন্সিয়াল মোডে ইমেইল পাঠাবেন:
১. জিমেইল ওপেন করে কম্পোজে ক্লিক করতে হবে।
২. কম্পোজে ক্লিক করলে ম্যাসেজ লেখার নতুন যে বক্স আসবে তার নিছে চাবির উপর ঘড়ি দেখানো একটি অপশন থাকবে সে খানে ক্লিক করতে হবে।
৩. নতুন যে বক্সটি আসবে সেখানে এসএমএস পাসকোড এবং আপনি চাইলে কতদিন পর মেইলটি মুছে যাবে তাও নির্দিষ্ট করে দিতে পারেন।
৪. এর পর সেন্ড বাটনে ক্লিক করলে একটি ব্কস আসবে। সেখানে প্রাপকের ফোন নম্বর লিখে দিতে হবে নির্দিষ্ট বক্সে। তারপর সেন্ড বাটনে ক্লিক করে মেইল পাঠাতে হবে।
ডেস্কটপ বা ল্যাপটপে এই পদ্ধতিতে ইমেইল পাঠানো গেলেও ফোনের ক্ষেত্রে পদ্ধতি সামান্য আলাদা। ফোনে মেইল টাইপ করে ডানদিকের কোণে থাকা থ্রি ডটে ক্লিক করুন এবং চালু করে নিন কনফিডেন্সিয়াল মোড।
বিভি/এসআই
মন্তব্য করুন: