দক্ষতা বৃদ্ধিতে ফেসবুকের বিনামূল্যে প্রশিক্ষণ ,সাথে ৪০ লাখের অনুদান

ফেসবুক, হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটা ‘এশিয়া প্যাসিফিক কমিউনিটি এক্সেলেরেটর’ প্রোগ্রাম বাংলাদেশে উন্মুক্ত করছে।
এই প্রোগ্রামের সাহায্যে ফেসবুক বিভিন্ন গ্রুপের অ্যাডমিনদের নেতৃত্ব বিষয়ক দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করবে। প্রশিক্ষণ প্রাপ্তরা পরবর্তীতে ডিজিটাল টুল ব্যবহার করে তাদের কমিউনিটির প্রভাব বৃদ্ধি করতে পারবে।
ফেসবুক বলছে, প্রশিক্ষনের পর নির্বাচিত ফেসবুক কমিউনিটি গ্রুপকে মেটা’র গ্লোবাল গিভিং প্রোগ্রামের আওতায় ৪০ হাজার ইউএস ডলার অনুদান দেওয়া হবে। এই অর্থের সাহায্যে গ্রুপ অ্যাডমিনরা তাদের কমিউনিটির পরিকল্পনা অনুযায়ী কাজ করতে পারবে।
মেটা’র সোশ্যাল ইমপ্যাক্ট অ্যান্ড কমিউনিটিস-এর প্রধান সিদ্ধার্থ স্বরূপ বলেন, ‘ ফেসবুক কমিউনিটির মাধ্যমে বাংলাদেশের মানুষ সমাজে ইতিবাচক প্রভাব রাখছে। গ্রুপ অ্যাডমিনরা এই প্রোগ্রামে অংশ গ্রহনের মাধ্যমে নিজেদের আরো দক্ষ করে তুলে সমাজে অবদান রাখতে পারবে।
এশিয়া প্যাসিফিক অঞ্চলের ৬টি দেশ – বাংলাদেশ, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া ও ফিলিপাইনের কমিউনিটি লিডাররা এই প্রোগ্রামে আবেদন করতে পারবেন। তাদের একটি ফেসবুক গ্রুপ থাকতে হবে, যা এক বছরের বেশি সময় ধরে চালু আছে এবং সদস্য সংখ্যা হতে হবে ৫ হাজারের বেশি।
বিভি/এসআই
মন্তব্য করুন: