ভবিষ্যতে স্পেস স্টেশনে থাকতে খাবারের দুশ্চিন্তা শেষ নভোচারীদের
মহাকাশে ধান চাষে চীনের সাফল্য (ভিডিও)

মহাকাশে ধান চাষ করে তাক লাগালেন চিনা মহাকাশচারীরা। তিয়াংগং স্পেস স্টেশনে সফলভাবে ধানের চারা উৎপাদন করেছেন জ়িনপিংয়ের দেশের মহাকাশচারীরা।
চায়না ডেইলি তাদের প্রতিবেদনে বলছে, বিশেষজ্ঞরা বলেছেন, দীর্ঘ সময় ধরে মহাকাশে টিকে থাকার জন্য মহাকাশচারীদের খাবারের সরবরাহ করতে নতুন দিগন্তের উন্মোচন করল এই আবিষ্কার। এর আগে ধান চাষের পরীক্ষাগুলি মহাকাশে পরিচালিত হলেও এই প্রথম বার তিয়াংগং স্পেস স্টেশনে উদ্ভিদের সমগ্র জীবনচক্র তৈরি করার প্রচেষ্টা করা হল এবং তাতে সাফল্যও এল। প্রক্রিয়াটি একটি সম্পূর্ণ উদ্ভিদ থেকে নতুন বীজ উৎপন্ন করে শেষ হয়।
গত ২৪ জুলাই চিন কক্ষপথে ওয়েন্টিয়ান স্পেস ল্যাবরেটরি চালু করেছিল, যাতে এটি চিনা মহাকাশ স্টেশনের তিয়ানহে কোর মডিউলের সঙ্গে ডক করে। স্পেস ল্যাবটি এখন পর্যন্ত দেশের বৃহত্তম এবং সবচেয়ে ভারী মহাকাশযান; এর উচ্চতা ১৭.৯ মিটার (৫৮ ফুট) এবং ওজন ২৩ মেট্রিক টন। আটটি পরীক্ষামূলক পেলোড বোর্ডে রয়েছে এতে, যার মধ্যে একটি কেবলই ধান পরীক্ষার জন্য রাখা হয়েছে।
আরও পড়ুন: স্যাটেলাইট কানেক্টিভিটির স্মার্টওয়াচ আনছে অ্যাপল
সেন্টার ফর এক্সিলেন্স ইন মলিকুলার প্ল্যান্ট সায়েন্সেস-এর গবেষক ঝেং হুইকইয়ং-এর মতে, ২৯ শে জুলাই ধানের পরীক্ষা শুরু হওয়ার পর থেকে ধানের জাতের চারার লম্বা অঙ্কুর প্রায় ৩০ সেমি (১২ ইঞ্চি) উচ্চতায় বেড়েছে। পাশাপাশি শিয়াও ওয়েই নামে পরিচিত বামন ধানের জাতের চারাগুলি প্রায় ৫ সেমি (২ ইঞ্চি) পর্যন্ত বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন ঝেং।
ঝেং হুইকইয়ং বললেন, “ধানের চারাগুলি খুব ভাল ভাবে বেড়ে উঠেছে।”পরীক্ষায় আরোবিডোপসিস থালিয়ানার চারা রয়েছে, যা সরিষা পরিবারের একটি ছোট ফুলের উদ্ভিদ। এটিকে বিজ্ঞানীরা প্রায়শই মিউটেশন অধ্যয়নের জন্য ব্যবহার করে থাকেন।
আরও পড়ুন: দক্ষতা বৃদ্ধিতে ফেসবুকের বিনামূল্যে প্রশিক্ষণ ,সাথে ৪০ লাখের অনুদান
বিভি/এসআই
মন্তব্য করুন: