আর্টেমিস-১ শনিবার উৎক্ষেপণের জন্য প্রস্তুত নাসা (ভিডিও)

সবকিছু ঠিক থাকলে ৮ ঘন্টা পর উৎক্ষেপন করা হবে নাসার সবচেয়ে শক্তিশালী রকেট এবং চন্দ্রাভিযান প্রকল্প আর্টেমিস-১। বার্তা সংস্থা এএফপি জানায়, শনিবার (৩ সেপ্টেম্বর) আর্টেমিস-১ কে উৎক্ষেপনে দ্বিতীয়বার চেষ্টা চালাবে। প্রথমবার বৈরি আবহাওয়া এবং প্রযুক্তিগত সমস্যার কারণে উৎক্ষেপন করা যায়নি আর্টেমিস-১।
এএফপি তাদের প্রতিবেদনে জানিয়েছে, ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে স্থানীয় সময় দুপুর ২টা ১৭ মিনিটে রকেটটি উৎক্ষেপণের জন্য নির্ধারিত হয়েছে। নাসা বলছে, প্রথম উৎক্ষেপনে যে কারিগরি ত্রুটি ধরা পড়েছিল তা সংশোধন করা হয়েছে। আবহাওয়াও অনুকূলে রয়েছে বলে জানান আবহাওয়ার পূর্বাভাস বিশ্লেষক মেলোডি লোভিন।
চার্লি ব্ল্যাকওয়েল-থম্পসন (লঞ্চ ডিরেক্টর) বলেন, ‘আমরা যা ভেবেছিলাম সেটিই লিকের উৎস এবং তা সংশোধন করতে পেরেছি।’মিশনটি শনিবার হলে, রকেটের ওপরে স্থির করা ওরিয়ন ক্যাপসুলটি ৩৭ দিন মহাকাশে কাটাবে এবং প্রায় ১০০ কিলোমিটার দূর থেকে চাঁদকে প্রদক্ষিণ করবে।
বিভি/এসআই
মন্তব্য করুন: